বুধবার, ১ মে ২০২৪

ভোলায় ২২শ কৃষকদের বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরন

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় ২২শ কৃষকদের বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরন
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১



আজকের ভোলা রিপোর্ট:

ভোলা সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে খরিপ ২০২১- ২০২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ২হাজার ২শ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। মঙ্গলবার  দুপুরে ভোলা সদর উপজেলার খাদ্য গো-ডাউনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বেতে এসময় উপস্থিত ছিলেন  ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন সহ কৃষি বিভাগের অন্যন্যা কর্মকর্তারা।

---

প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডি এ পি সার এবং ১০ কেজি করে এম ও পি সার দেয়া হয়েছে।
করোনার প্রাদুর্ভাবের কারণে জনসমাগম এড়িয়ে নিরাপদ সামাজিক দুরত্ব মেনে প্রমোণদনার মালামাল বিতরণ করা হচ্ছে। তিনি আরও উল্লেখ্য করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে কোন জমি খালি না রেখে প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:১৪:০৩   ৪২৬ বার পঠিত