বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

লকডাউনের দ্বিতীয় দিনেও চলছে যাত্রী পারাপার ট্রলার ও স্পিডবোডে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » লকডাউনের দ্বিতীয় দিনেও চলছে যাত্রী পারাপার ট্রলার ও স্পিডবোডে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১



স্টাফ রিপোর্টার ॥
করোনা সক্রমন রোধে কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিনেও লকডাউন অমান্য করে ভোলা-লক্ষ্মীপুর রুটে ট্রলার ও ¯িপডবোট চলছে। মঙ্গলবার (০৬ এপ্রিল) সকালে ইলিশা ফেরি ঘাট, লঞ্চঘাট ও মাছঘাট এলাকা থেকে একাধিক ট্রলার এবং স্পিডবোডে স্বাস্থ্যবিধি না মেনেই যাত্রী পারাপার করেছে। আবার লক্ষ্মীপুর মতির হাট ও মৌজুচৌধুরীর হাট এলাকা থেকে একই ভাবে যাত্রী পারাপার করা হচ্ছে। তবে এসব স্থানে প্রশাসনের কোন নজরদারী লক্ষ করা যায়নি।
লক্ষ্মীপুর রুটের যাত্রী বিল্লাল বলছে, জরুরী প্রয়োজনে তারা কেউ কর্মস্থলে আবার কেউ কেউ নিজ এলাকায় ফিরছে। কিছু অসাধু ট্রলার ও ¯িপডবোট মালিক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। আবার অনেকে বাড়তি ভাড়া দিতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছে।

---

এদিকে স্থলে যানবাহনের ওপর নিষেধাজ্ঞা থাকলে বাস, সিএনিজ, অটোরিকশায় এসব যাত্রী পরিবহন করতে দেখা গেছে। লঞ্চ ও ফেরিঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তদারকি দেখা যায়নি।
আর ভোগান্তির পর ঝুঁকি নিতে বাধ্য হওয়ার কথা জানিয়েছে যাত্রীরা। আর যাত্রীদের নিরাপদে পৌঁছাতেই ট্রলারে পারাপারের কথা জানিয়েছেন চালক।
তবে অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদার বলেন, করোনা মহামারি রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ও অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনসাধারনকে সচেতন করা হচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত চলমান আছে।

বাংলাদেশ সময়: ২০:৫৮:৪৩   ৩৯৬ বার পঠিত