বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ভোলায় বুধবারের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল স্থগিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় বুধবারের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল স্থগিত
বুধবার, ৩১ মার্চ ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
দেশব্যাপী হেফাজত ইসলামের গত বরিবারের (২৮ মার্চ) ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালন সময় ভোলায় ১০ জনকে আটক করছে পুলিশ।উক্ত আটকৃতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে বুধবার (৩১ মার্চ) ভোলায় ঈমান আকিদা সংরক্ষণ কমিটির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে ভোলা গোরস্তান  মসজিদে ভোলার সর্বস্তরে জনগন ও উলামায়ে কেরামের উপস্থিততে ঈমান আকিদা সংরক্ষণ কমিটির উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা বশির উদ্দিন।

এসময় তিনি বলেন, ঈমান আকিদা সংরক্ষণ কমিটির ডাকা আগামী বুধবার (৩১ মার্চ) ভোলাতে সকাল-সন্ধ্যা হরতালের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় কমিটির পরামর্শে ভিত্তিতে। দেশব্যাপী হরতালের দিন গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবীতে কেন্দ্রীয় সকল কর্মসূচিকে ঈমান আকিদা সংরক্ষণ কমিটি ভোলা জেলা সমর্থন জানাবে।
আগামী ২ এপ্রিল শুক্রবার দেশব্যাপী হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল কর্মসূচীকে বাস্তবায়ন করতে ভোলা হাটখোলা মসজিদ চত্বরে বাদ জুমা ভোলার সর্বস্তরের মুসলিম তৌহিদি জনতাকে উপস্থিত থাকার জন্য আহ্বান করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।বৈঠকে আবারো প্রশাসনের কাছে ভোলায় গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত  মুক্তি দাবী করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সেক্রেটারি মাওঃ তাজউদ্দীন ফারুকী, জয়েন্ট সেক্রেটারি মাওঃ মিজানুর রহমান, সাংগঠনিক স¤পাদক, মাওঃ আতাউর রহমান মোমতাজী, মাওঃ তৈয়বুর রহমান, মাওঃ তরিকুল ইসলাম, মাওঃ ওবায়েদ বিন মোস্তফা, মাওঃ ইউসুফ আদনান, মাওঃ আঃ মোমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:৪৫:৫০   ৪১৫ বার পঠিত