বুধবার, ১ মে ২০২৪

ইলিশায় জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন

প্রচ্ছদ » জেলা » ইলিশায় জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন
সোমবার, ৮ মার্চ ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
ঐতিহাসিক ৭ই মার্চ এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৭ মার্চ) বিকালে বাংলাদেশ পুলিশের মাননীয় আইজি বেনজির আহমেদেও নির্দেশে পূর্ব ইলিশা সদর নৌ থানা পুলিশ আয়োজিত আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলে অতিরিক্ত পুলিশ সুপার (নৌ-পুলিশ) মোঃ সোলায়মান মিয়া।

---

অনুষ্ঠানে পূর্ব ইলিশা নৌ থানার অফিসার ইনচার্জ সুজন পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জংশন বিশ্বরোড মাছঘাট জেলে সমিতির সভাপতি আলাউদ্দিন ফরাজী, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন জামাদার। এসময় পুলিশ সদস্য ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্বল্প উন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নতশীল দেশে রুপান্তরিত হয়েছে। অল্প সময়ে দেশ উন্নত বিশ্বের সাথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নত দেশের তালিকায় পৌঁছে যাবে। এ জন্য প্রয়োজন সকল জনগণ দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। এছাড়াও বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের বিভিন্ন তাৎপর্য তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৭:০২:০৭   ৩৪৯ বার পঠিত