বুধবার, ১ মে ২০২৪

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনায় ধরা ১০০ মণ মাছ জব্দ

প্রচ্ছদ » অপরাধ » নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনায় ধরা ১০০ মণ মাছ জব্দ
শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩



---

স্টাফ রিপেডার্টার ॥
ভোলার মেঘনায় নিষেধাজ্ঞা সময়ে জাটকা পরিবহনের সময় যাত্রীবাহী একটি লঞ্চ থেকে ৪ হাজার কেজি (১০০ মণ) জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৬ মার্চ) মেঘনার ইলিশা পয়েন্ট থেকে এ মাছ জব্দ করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেপ্টন্যান্ট কাজী আল-আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে হাকিমুদ্দিন থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালায় কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম।
এ সময় লঞ্চটি থেকে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মোট ১০০ মণ মাছ জব্দ করা হয়। তবে মাছের কোনো মালিকানা খুঁজে পাওয়া যায়নি। জব্দকৃত মাছ এতিমাখানা, মাদরাসা, গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। জব্দ মাছের মধ্যে জাটকা, পোয়া ও তপসে মাছ ছিল। জাটকা সংরক্ষণে কোস্টগার্ডের এ অভিযাণ অব্যাহত রয়েছে।
ইলিশের অভয়াশ্রমে ভোলার মেঘনা ও তেকুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল ইলিশসহ সব ধরনের মাছ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ২৩:১৮:০০   ১৫৩ বার পঠিত