রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

ভোলায় সড়ক দূর্ঘটনায় সাংবাদিক নিহত

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় সড়ক দূর্ঘটনায় সাংবাদিক নিহত
বুধবার, ১৫ মার্চ ২০২৩



তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলায় নবজাতক সন্তান ও স্ত্রীকে হাসপাতালে রেখে রক্তদাতাকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে ট্রাকচাপায় শামসুর রহমান শুভ নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার ভোরে ভোলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুর রহমান শুভ তজুমদ্দিন উপজেলা সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ চাপড়ি গ্রামের মো. মোসলেহ উদ্দিনের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত মাতৃজগৎ পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

---

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে ভোলা সদর হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন শুভর স্ত্রী। তখন তার স্ত্রীর রক্তশূণ্যতা দেখা দেয়ায় রক্তের প্রয়োজন হওয়ায় একজন রক্তদাতাকে হাসপাতালে নিয়ে আসেন। রক্ত দেওয়া শেষে ওই রক্তদাতাকে বাড়িতে পৌঁছে দিয়ে হাসপাতালে ফেরার পথে ভোলা বাসষ্ট্যান্ড আসলে পিছন দিক থেকে একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহিন ফকির জানান, মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য নিহতের লাশের ময়না তদন্ত শেষে তজুমদ্দিন উপজেলা সোনাপুর গ্রামের নিহতের লাশ দাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৬:২৭   ২৬০ বার পঠিত