রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার,৫ জেলেকে জেল হাজতে প্রেরণ

প্রচ্ছদ » অপরাধ » সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার,৫ জেলেকে জেল হাজতে প্রেরণ
বুধবার, ৮ মার্চ ২০২৩



বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকার করার অপরাধে অভিযান পরাচালনা করে ৮ জেলেকে আটক করেন বোরহানউদ্দিন থানার মির্জাকালু নৌ-পুলিশ।

---

দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য মঙ্গলবার (১ মার্চ) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস ভোলার জেলার বোরহানউদ্দিনের অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে বোরহানউদ্দিন উপজেলার জেলেরা মেঘনা নদীতে মাছ শিকারে নামেন এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ৭ই মার্চ সন্ধ্যায় উপজেলার হাকিমউদ্দিন মেঘনা নদী এলাকায় অভিযান চালায় মির্জাকালু নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে  নৌ পুলিশের একটি টিম।
এ সময় মোঃ নুরনবী(৪০),মোঃ জাহিদ(২২),মোঃ সিরাজ(২৪),মোঃ মাকসুদ(৩০),মোঃ জাকির(২২),মোঃ রুবেল(২৮),মোঃ শাকিল(১২),মোঃ সজিব(১৩) সহ ৮ জন জেলেকে আটক করা হয় এবং ১ টি ইঞ্জিন চালিত নৌকা ও ২০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জানা গেছে, আটককৃত জেলেদের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায়।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন মির্জাকালু নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শরিফুল ইসলাম বুধবার বিকেলে আজকের পত্রিকাকে জানান,সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারেরধ দায়ে ৮ জনকে আটক করা হয়েছে এর মধ্যে ৫ জনকে মামলার মাধ্যমে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতদের মধ্যে ২ জন নাবালক ও ১ জন প্রতিবন্ধী থাকায় তাদের মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৭:৪৬   ২৮৬ বার পঠিত