রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

তজুমদ্দিনে যুবলীগ নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পেটানোর অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে যুবলীগ নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পেটানোর অভিযোগ
সোমবার, ৬ মার্চ ২০২৩



স্টাফ রিপোর্টার ॥
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে মো. আল আমিন নামের এক ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মুঠোফোনে ডেকে নিয়ে রড দিয়ে পেটানোর অভিযোগ ওঠেছে ওই ইউনিয়ন যুবলীগ সভাপতি জামাল হোসেন জাবুর বিরদ্ধে। এতে ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা গুরতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আহত আল আমিন ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক ও একই এলাকার খাসেরহাট বাজারের ওয়ার্কসপ ব্যবসায়ী। রবিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের খাসেরহাট বাজারে ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. জামাল হোসেন জাবুর ব্যক্তিগত অফিসে এ মারধরের ঘটনা ঘটে।
শম্ভুপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. জামাল হোসেন জাবু তাকে মোবাইল করে কথা আছে বলে তার কার্যালয়ে ডেকে মারধর করেছেন বলে আভিযোগ আহত ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আল আমিনের। এ সময় তাকে ৪-৫ জন মিলে রড দিয়ে পিটিয়েছেন বলেও অভিযোগ করেছেন।

---

এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. জামাল হোসেন জাবুর মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভড না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। থানায় এরকম কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:২৫:৪৮   ২৫১ বার পঠিত