বুধবার, ১ মে ২০২৪

ভোলায় হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রচ্ছদ » খেলা » ভোলায় হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩



আজকের ভোলা রিপোর্ট ॥
ক্রীড়া পরিদপ্তর, ঢাকা কর্তৃক অনুমোদিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ অনুযায়ী মেয়েদের ভোলায় বার্ষিকী হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোলা জেলা ক্রীড়া অফিসের সার্বিক তত্ত্বাবধায়নে স্বাস্থ্যবিধি মেনে ও শারীরিক দূরত্ব বজায় রেখে সদর উপজেলার নিজামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েদের অংশগ্রহণে হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

---

উক্ত প্রতিযোগিতায় চর ইলিশা মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও নিজামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভোলার সহকারী পরিচালক এ, কে, এম দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন, নিজামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুল কাদের সবুজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম।
বক্তারা বলেন, বর্তমান সরকার আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মাদক হতে দূরে রাখতে, জঙ্গিবাদ রুখতে, ইভটিজিং, অসামাজিক ও সন্ত্রাসী কার্যকলাপ হতে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দেয়।
অনুষ্ঠানে ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৩৭   ১৯৯ বার পঠিত