বুধবার, ১ মে ২০২৪

ভোলায় ইউনিসেফের শিশু সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা

প্রচ্ছদ » নারী ও শিশু » ভোলায় ইউনিসেফের শিশু সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা
শুক্রবার, ৪ নভেম্বর ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
ইউনিসেফ ও হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র উদ্যোগে ভোলায় শিশুদের দু’দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভোলা জেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ মানবাধিকার কমিশন ভোলা জেলা শাখার চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব।

---

কর্মশালার সমন্বয়কারী দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, দ্বীপবানী সম্পাদক আবু তাহের, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয়, প্রেসক্লাব সেক্রেটারি অমিতাভ রায় অপু, এস এ টিভি প্রতিনিধি অ্যাডভোকেট সাহাদাত হোসেন শাহিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হ্যালোর শিশু সাংবাদিক মহিমা অহনা। কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহন করেছে। কর্মশালায় শিশু অধিকার,শিশু আইন, সংবাদ লেখা, সাক্ষাতকার নেয়ার কৌশলসহ শিশুদের সাংবাদিকতার প্রতিবন্ধকতার উত্তোরনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আজ শুক্রবার (৪ নভেম্বর) প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরন করবেন ভোলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম সেবা।

বাংলাদেশ সময়: ০:২১:৩৮   ২৭১ বার পঠিত