বুধবার, ১ মে ২০২৪

জেলা শিক্ষা অফিসের অবহেলা ॥ মনপুরায় শিক্ষক দিবসে ব্যানার ছাড়াই আলোচনা সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » মনপুরা » জেলা শিক্ষা অফিসের অবহেলা ॥ মনপুরায় শিক্ষক দিবসে ব্যানার ছাড়াই আলোচনা সভা অনুষ্ঠিত
শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২



মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় জেলা শিক্ষা অফিসের অবহেলায় জাতীয় শিক্ষক দিবসে ব্যানার ছাড়াই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তখন ওই আলোচনা সভার মধ্যে ব্যানার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা। এ নিয়ে উপজেলার সকলস্তরের শিক্ষকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। অনেক শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বৃহস্পতিবার দুপুর ১১টায় মনপুরা সরকারি ডিগ্রী কলেজের হলরুমে ব্যানার ছাড়াই শিক্ষক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

---

জানা যায়, বে-সরকারি এনজিও ব্র্যাক নিজস্ব ব্যবস্থাপনায় ভোলা জেলার সকল উপজেলার শিক্ষক দিবসের অনুষ্ঠানের আলোচনা সভার ব্যানার পৌঁছে দিবেন। সেই লক্ষে ওই এনজিওটি জেলার সকল উপজেলার ব্যানার জেলা শিক্ষা অফিসে পৌঁছে দেয়। কিন্তু জেলা শিক্ষা অফিস অন্যান্য উপজেলায় ব্যানার পৌঁছে দিলেও মনপুরা উপজেলায় ব্যানার পাঠায়নি জেলা শিক্ষা অফিস। এতেই ব্যানার ছাড়াই শিক্ষক দিবসে আলোচনা সভা করে মনপুরা উপজেলা শিক্ষা অফিস।
ব্যানার ছাড়াই অলোচনা সভা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আলোচনা সভার সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান, প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, মনপুরা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ন কবির, মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ফিরোজসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রধানগণ।
এই ব্যাপারে শিক্ষক দিবসের আলোচনা সভার সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান জানান, ব্যানার পাওয়া না গেলেও শিক্ষক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের ক্ষোভের ব্যাপারে তিনি কিছু বলতে রাজি নন।

বাংলাদেশ সময়: ০:৩৮:৩৮   ২৪৬ বার পঠিত