বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

৭ দফা দাবী আদায়ে ভোলায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গণঅনশন-মানববন্ধন

প্রচ্ছদ » প্রধান সংবাদ » ৭ দফা দাবী আদায়ে ভোলায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গণঅনশন-মানববন্ধন
রবিবার, ২৩ অক্টোবর ২০২২



---

স্টাফ রিপোর্টার ॥
সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, বৈষম্য বিলোপ আইন, দেবোত্তর স¤পত্তি আইন প্রনয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিটি গঠনসহ ৭ দফা দাবী আদায়ে মানববন্ধন ও গগঅনশন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদে ভোলা জেলা শাখার নেতৃবৃন্দ। শনিবার (২২ অক্টোবর) সকালে শহরের কে-জাহান মার্কেট চত্বরে এ গণঅনশন কর্মসূচী পালন করেন তারা।
সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালের সংসদ সদস্য নির্বাচনের পূর্বে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দি, সদস্য সচিব ধ্রুপ হাওলাদার, অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, শিবু কর্মকার প্রমুখ। এ সময় বক্তরা বলেন, ৭ দফা দাবী মেনে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে হিন্দুদের অধিকার নিশ্চিত করার দাবী জানানো হয়।

বাংলাদেশ সময়: ১:২৫:২৫   ৩৯৪ বার পঠিত