রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

ভোলায় ভিন্ন ভিন্ন হারিয়ে যাওয়া ৯টি স্মার্ট ফোন উদ্ধার! হস্তান্তর

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ভিন্ন ভিন্ন হারিয়ে যাওয়া ৯টি স্মার্ট ফোন উদ্ধার! হস্তান্তর
বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২



মোঃ বিল্লাল হোসেন ॥
ভোলায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ভিন্ন ভিন্ন ৯টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ! গতকাল (মঙ্গলবার) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান উপস্থিত থেকে মোবাইল ফোন মালিকদেকে কাছে ফোন গুলো ফেরৎ বুঝিয়ে দেন।

---

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান বলেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর দিক-নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এএসআই মোঃ আরিফুল ইসলাম ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ৯টি মোবাইল ফোন ভিন্ন ভিন্ন উদ্ধার করা হয়। আর কাহারো যাহাতে এভাবে মোবাইল ফোন হারিয়ে না যায় সেদিকে সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানান।
মোবাইল ফিরিয়ে দেওয়ার সময় ফোনের প্রকৃত মালিকগন হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা পুলিশ সুপার ও  জেলা গোয়েন্দা শাখাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেনসহ প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বাংলাদেশ সময়: ০:৪২:০৬   ২৭০ বার পঠিত