রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

উদ্বোধনের অপেক্ষায় ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল

প্রচ্ছদ » জেলা » উদ্বোধনের অপেক্ষায় ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল
বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮



---
ছোটন সাহা ॥

ভোলায় খুব শীগ্রই চালু  হতে যাচ্ছে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। চলতি বছরের নভেম্বর কিংবা ডিসেম্বরের যে কোন সময় এর উদ্বোধন হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্যবিভাগ। এটি চালু হলেই জেলার ১৮ লাখ মানুষ চিকিৎসা সেবা পাবেন এবং উন্নত চিকিৎসার জন্য তাদের আর ঢাকা-বরিশাল যেতে হবে না। নিজ জেলাতেই পাবের আধুনিক চিকিৎসার সুযোগ সুবিধা।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, দ্বীপজেলা ভোলার মানুষের উন্নত চিকিৎসা সেবার কথা বিবেচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ এর একান্ত প্রচেষ্ঠায় ভোলাতে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের অনুমোদন হয়। এরপর সদর হাসপাতাল চত্বরের ১৪ একর জমির উপর ২০১৪ সালের দিকে ৪৪ কোটি ৮০ লাখ টাকা ব্যায়ে ৬তলার  আত্যাধুনিক  ভবন ভবনের নির্মানের কাজ শুরু হয়। ইতমধ্যে ভবন নির্মানের ৯৭ ভাগ কাজ শেষ হয়ে গেছে। আগামী মাসের মধ্যে বাকি ৩ ভাগ কাজ শেষ হলেও এটি উদ্বোধনের জন্য প্রস্তুত হবে।
সুত্র জানিয়েছে, হাসপাতালে রয়েছে লিপ্ট সুবিধা। জরুরী রোগী আনা-নেয়ার জন্য ২টি এ্যাম্বুলেন্স থাকবে। এছাড়াও ৫৮ জন চিকিৎসক এবং ৮০জন নার্সের পদ সৃষ্ট করা হবে।
২টি মেডিসিন, ২টি সার্জারী, একটি অর্থডেকিস, একটি নাক, কান ও গলা, একটি শিশু ও একটি স্কেনো, একটি গাইনী, একটি পোস্ট অপারেটিভ, একটি ডায়রিয়া ও একটি কার্ডিওলজি বিভাগ থাকবে।
হাসপাতালে নিজস্ব জেনারেট ও বিদ্যুতের ব্যবস্থা রাখা হয়েছে। হাসপাতালে গাইনি, জেনারেল সার্জারী, অর্থপেডিকস, চক্ষু ও নাক, কান গলার অপারেশনের ব্যবস্থা রয়েছে।
জানা গেছে, ১৮ লাখ মানুষের জন্য একমাত্র ভরসা ছিলো ১০০ শয্যার ভোলা সদর হাসপাতাল। কিন্তু সেখানে চিকিৎসার নার্সের সংকট লেগেই থাকতো। এছাড়া নানা জটিলতা ও আধুনিক সরঞ্জাম না থাকায়  সব ধরনের চিকিৎসা দেয়া সম্ভব হতো না সেখানে। তাই উন্নত চিকিৎসার জন্য বরিশাল কিংবা ঢাকায় যেতো হয় রোগীদের।
এতে একদিকে যেমন ভোগান্তি অন্যদিকে নানা বিরম্বনায় পড়তে হতো রোগীদের। কিন্তু এখন আর মানুষকে চিকিৎসা সেবা নিয়ে দুশ্চিন্তায় পরতে হবে না।
২৫০ শয্যার জেনারেল হাসপাতাল চালু হলেই খুব সহজেই দুর-দুরান্তের রোগীরা চিকিৎসা নিতে হবে। এটি এখন ভোলার মানুষের ভরসাস্থলে পরিনত হবে।
ভোলার সিভিল সার্জন ডা: রথীন্দ্র নাথ মজুমদার জানান, অল্প কিছুদিনের  মধ্যেই স্বাস্থ্য বিভাগকে ভবন বুজিয়ে দেয়া হলেই আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবো’। প্রশাসনির অনুমোদন হলেই জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এরপরেই উদ্বোধনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ২৫০ শয্যার জেনালে হাসপাতালের কার্যক্রম। তিনি বলেন, এ বছরই হাসপাতালের কার্যক্রম শুরু হবে এটা মোটামুটি নিশ্চিত।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৫১   ১৯৭৪৬ বার পঠিত