রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

বোরহানউদ্দিন থানা পুলিশের চেষ্টায় ছেলেকে ফিরে পেলেন বাবা

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিন থানা পুলিশের চেষ্টায় ছেলেকে ফিরে পেলেন বাবা
সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২



এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥
ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ছেলে তামিম (১৫)কে ফিরে পেয়েছেন তার বাবা। নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা বাবা আনোয়ার হোসেন।
ঘটনা সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ৯নং ওয়ার্ডের মোঃ আনোয়ার হোসেন (৬৩) মিয়ার ছেলে মোঃ তামিম (১৫) গত ১৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ আদায় করার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে যায়, পরবর্তীতে ছেলে বাড়ীতে ফিরতে দেরি করায় বিভিন্ন জায়গায় খোজ করে, এমনকি তাদের আত্মীয় স্বজনদের বাসায় অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেলে পরদিন বোরহানউদ্দিন থানায় উপস্থিত হয়ে একটি নিখোঁজ জিডি দায়ের করেন। (জিডি নং-৮৪৬/২২)।

---

দায়েরকৃত জিডির পরিপ্রেক্ষিতে বোরহানউদ্দিন থানা পুলিশ সোমবার (১৯ সেপ্টেম্বর) নিখোঁজ মুহা. তামিমকে উদ্ধার করে তার পিতার কাছে হস্তান্তর করেন।
ছেলেকে ফিরে পেয়ে বাবা আনোয়ার হোসেন মিয়া অত্যন্ত আনন্দিত, তিনিসহ তার নিকট আত্মীয়রা বোরহানউদ্দিন থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পুলিশের কাছে এই বিষয় জানতে চাইলে অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান “পুলিশ ই জনতা, জনতাই পুলিশ” বাবার কাছে ছেলেকে তুলে দিতে পেরে আমরাও তৃপ্তি পেয়েছি।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৫৫   ২৯৩ বার পঠিত