রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

ভোলায় জমিজমাকে কেন্দ্র করে ৩জনকে পিটিয়ে আহত

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় জমিজমাকে কেন্দ্র করে ৩জনকে পিটিয়ে আহত
শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
ভোলায় জমিজমাকে কেন্দ্র করে ৩জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (২৪ ডিসেম্বর) পৌরসভার ৬নং ওয়ার্ডের রাঢ়ী বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন রাঢ়ী, আহসান উল্যাহ, মহিবুল্ল্যাহ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার সূত্রে জানিয়েছে।

---

আহত মহিবুল্যাহ বলেন, আমি হাবিবুর রহমান তালুকদারের ছেলে মোঃ সাদির কাছ থেকে ৪০ শতাংশ জমি ক্রয়। ওই জমি বায়নাসূত্রে জমি মালিক সাদি আমাকে মেপে বুজিয়ে দিলে আমি ভোগদখল করি। শুক্রবার আমরা ওই জমিতে সাইনবোর্ড টানানোর জন্য গেলে স্থানীয় মহসিন, মফিজ মেলেটারী, মারুফ গংরা এসে আমাদেরকে বাঁধা দেয়। এসময় তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মারুফ আমার ছোট ভাই আহসান উল্যাহর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। আমরা ছাড়াতে গেলে মহসিন, মফিজ মেলেটারী, মারুফ, রুবেল, সুজন, সবুজ, আসিয়া গংরা লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা চালায়। হামলায় আমার ভাই আহসান উল্যাহর মাথা পেটে রক্তাক্ত হয়। আমাদের আত্মচিৎকার শুনে স্থানীয় লোকজন এসে ঝড়ো হলে হামলাকারীরা চলে যায়। আহত আহসান উল্যাহর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নেয়। তিনি বলেন, এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এ ব্যাপারে অভিযুক্ত মহসিন গংদের সাথে যোগাযোগ করার চেষ্টা হলে কাউকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮:৪২:৩২   ৩৫৪ বার পঠিত