রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

ভোলায় ইলিশ শিকারের দায়ে ৭ জেলের জেল-জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ইলিশ শিকারের দায়ে ৭ জেলের জেল-জরিমানা
বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
জেলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৭ জেলের জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাত ৮ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের জেল ও জরিমানা করেন। এসময় ২১ হাজার মিটার অবৈধ জাল, একটি ইঞ্জিন চালিত ট্রলার ও ২৪ কেজি ইলিশ জব্দ করা হয়।

---

বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন জানান, সন্ধ্যার দিকে উপজেলার সরাজগঞ্জ মাছ ঘাট এলাকার মেঘনা নদী থেকে ইলিশ শিকারের দায়ে ৬ জনকে আটক করে নৌ পুলিশ সদস্যরা। এর মধ্যে একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ৫ জনের মধ্যে ৪ জনের এক বছর করে জেল ও একজনকে দুই হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমান।
তিনি জানান, অভিযানে একটি ইঞ্জিনচালিত ট্রলার, এক হাজার মিটার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জাল পুড়িয়ে বিনষ্ট ও মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়। এছাড়া ট্রলারটি পুলিশের জিম্মায় রয়েছে।
দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাহফুজ হাসান বলেন, গতকাল বিকেলে মেঘনার মেদুয়া পয়েন্ট থেকে ২ জেলেকে আটক করা হয়। উদ্ধার করা হয় ২০ হাজার মিটার জাল ও ৪ কেজি ইলিশ। পরে রাতে উপজেলার সহকারী কমিশনার মহুয়া আফরোজের ভ্রাম্যমাণ আদালত দুই জেলেকে ৩ হাজার টাকা জরিমানা করেন। জাল পুড়িয়ে ফেলা ও মাছ দুস্থদের মাঝে প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এ ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

বাংলাদেশ সময়: ২৩:৩১:১৬   ৩৩৯ বার পঠিত