বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ভোলায় ২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিপূর্ণ

প্রচ্ছদ » জেলা » ভোলায় ২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিপূর্ণ
মঙ্গলবার, ২৫ মে ২০২১



ছোটন সাহা ॥
ভোলার ৩২৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মধ্যে সুরক্ষিত অবস্থায় রয়েছে ২২৩ কিলোমিটার। মেঘনা-তেঁতুলিয়ার এসব বাঁধের মধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে মাত্র ২.২ কিলোমিটার।
এর মধ্যে ডিভিশন-১ এর আওতায় রয়েছে ১১৯ কিলোমিটার। এখানে মাটির বাঁধ রয়েছে ৯৭ কিলোমিটার। সিসি ব্লকে মোড়ানো আছে ২২.৬ কিলোমিটার। এখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ১ কিলোমিটার।

---

অন্যদিকে ডিভিশন-২ এ রয়েছে ২১৪ কিলোমিটার। এখানে মাটির বাঁধ আছে ১৮৯ কিলোমিটার এবং সিসি ব্লকে মোড়ানো আছে ২৫.২ কিলোমিটার। এখানে ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে ১.২ কিলোমিটার।
ঝড়ের সময় বাঁধ ধসে পড়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড। তবে মাটির বাঁধ কিছুটা ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে ঝুঁকিপূর্ণ বাঁধ দ্রুত মেরামত করা হচ্ছে বলেও জানান পাউবো কর্মকর্তারা।
ঘূর্ণিঝড় ইয়াস’র খবরে বাঁধে আশ্রিত উপকূলের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করেই তারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করবেন বলে জানান।
পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের দাবি, জেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে ৩২৫ কিলোমিটার। এর মধ্যে ২ কিলোমিটার ছাড়া কোনো বাঁধই ঝুঁকিতে নেই। যেসব বাঁধ ঝুঁকিতে ছিলো তা ইতোমধ্যে মেরামত করা হয়েছে।
বিগত সময়ে ঝড়ে বাঁধ ক্ষতিগ্রস্ত হলেও এবার তার সম্ভাবনা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
তারা বলছেন, ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানলেও বড় বাঁধের বড় ধরনের কোনো ক্ষতি হবে না।
ভোলা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-১ নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান ও ডিভিশন-২ নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, কোনো বাঁধ ঝুঁকিতে নেই। মোটামুটি টেকসই রয়েছে। আশাকরি ঝড়ে বাঁধের তেমন ক্ষতি হবে না।

বাংলাদেশ সময়: ০:২৮:৫৬   ৫২৩ বার পঠিত