বুধবার, ১ মে ২০২৪

দৌলতখানে সরকারি গাছ কর্তন

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে সরকারি গাছ কর্তন
শনিবার, ১৭ এপ্রিল ২০২১



দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখান হাসপাতালের মুল্যমান একটি শিশু কাঠ গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তের নাম মোঃ সেলিম। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসের ইপিআই শাখার ভ্যাকসিন সরবরাহকারী (পোটার) দায়িত্বে রয়েছেন। শুক্রবার বিকেলে সেলিম ওই গাছটি কেটেছেন বলে স্বাস্থ্য কমপ্লেকসের একাধিক সূত্র জানিয়েছে।

---

সূত্র আরও জানায়, সেলিম প্রায়ই হাসপাতালের বিভিন্ন গাছের ডাল নিজের ইচ্ছে মত কেটে নিয়ে যান। এ ব্যাপারে অভিযুক্ত সেলিম বলেন, শিশু কাঠ গাছটি মরে শুকিয়ে গিয়েছিল। তাই লাকড়ির জন্য কেটে ছিলাম। স্যার (ইউএইচএফপিও) জানার পর গাছটি তার তত্তাবধানে রেখেছেন। দৌলতখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, গাছটি কয়েক বছর আগে মরে শুকিয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে কেটে রাখা হয়েছে।
ভোলা সিভিল সার্জন ডাঃ রেজাউল ইসলাম জানান, বিয়ষটি আমার জানা নেই। জেনে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:২২:০৫   ৩৮৮ বার পঠিত