রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

দৌলতখানে এতিম কোরআনের হাফেজকে আট লাখ টাকার ঘর উপহার দিলেন এক ব্যবসায়ী

প্রচ্ছদ » ইসলাম » দৌলতখানে এতিম কোরআনের হাফেজকে আট লাখ টাকার ঘর উপহার দিলেন এক ব্যবসায়ী
সোমবার, ১২ এপ্রিল ২০২১



মোঃ নুরউদ্দীন মাহমুদ, দৌলতখান ॥
দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের নলগোড়া গ্রামে একজন কোরআনের হাফেজকে প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে পাকা ঘর নির্মান করে উপহার দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নান্নু মিয়া ফরাজি।
নলগোড়া গ্রামের আব্দুল হাসিম ফরাজির ছেলে ব্যবসায়ী নান্নু ফরাজি জানান, নিজ এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ হাছনাইনকে ৮ বছর বয়সে ঢাকায় নিয়ে মাদ্রাসায় ভর্তি করে কোরআনের হাফেজ বানান। এমনকি পড়ালেখাসহ তার সকল দায়িত্ব বহন করেন।

---

সর্বশেষ তার অসহায় মাকে নিয়ে সুন্দরভাবে থাকার জন্য একটি সুন্দর ঘরও তৈরী করে দিয়েছেন। নান্নু মিয়ার কারনে কোরআনের হাফেজ হতে পেরে এবং ঘর পেয়ে হাফেজ হাসনাইন ও তার অসহায় মা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে নান্নু মিয়ার উদারতার জন্য তার প্রতি সমাজের জনপ্রতিনিধিসহ সর্বস্থরের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা ভাইস চেয়ারম্যান ছিদ্দিক মিয়া, বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিত্ত্ব মীর মোহাম্মদ গিয়াসউদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ছিদ্দিক শরিফ প্রমূখ।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:০৯   ৫০০ বার পঠিত