বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

লালমোহনে কবি অর্ণব আশিককে নিয়ে উসাস’র প্রাণবন্ত সাহিত্য আড্ডা

প্রচ্ছদ » লালমোহন » লালমোহনে কবি অর্ণব আশিককে নিয়ে উসাস’র প্রাণবন্ত সাহিত্য আড্ডা
শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১



লালমোহন প্রতিনিধি ॥
দুই বাংলার খ্যাতনামা কবি অর্ণব আশিককে নিয়ে উসাস’র প্রাণবন্ত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাহিত্য আড্ডা হলো লালমোহনের কাঁশফুল ভেন্যুতে। আড্ডার অনন্য আকর্ষণ ছিলো দুই বাংলার স্বনামধন্য কবি, সাবেক ডিসি ও সচিব হুমায়ুন কবির (অর্ণব আশিক)।
স্বরচিত কবিতা আবৃত্তি করেন, উপকূল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি গাজী মো. তাহেরুল আলম, লেখক কবি নুরুল আমিন ও কবি এরশাদ সোহেল।

---

কবিতা নিয়ে জ্ঞানগর্ভ আলোচানার ফাঁকে ফাঁকে প্রখ্যাত কবিগণের জনপ্রিয় কবিতাও তিনি আবৃত্তি করে শোনান। তিনি ভোলায় এতো সুন্দর একটি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠা করায় উসাস’র সকলকে ধন্যবাদ জানান।
এসময় জনপ্রিয় কবি অর্ণব আশিককে উসাস পরিবারের পক্ষ হতে একগুচ্ছ লাল গোলাপ ও বই উপহার দেয়া হয়। লালচান খ্যাত লেখক কবি নুরুল আমিনের লেখা প্রবন্ধগ্রন্থ ‘জেগে উঠি জাগিয়ে তুলি’ ও আযাদ আলাউদ্দিন সম্পাদিত সাহিত্য ম্যাগাজিন মুক্তবুলি কবির হাতে তুলে দেয়া হয়।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, কাশফুলে আজকের এ সাহিত্য আড্ডা ও উসাস পরিবারের উচ্ছ্বসিত ভালোবাসা আমি কোনোদি ভুলবো না।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৪৯   ৪০৬ বার পঠিত