রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

ভোলায় কর্মহীন অসহায়-গরীব মানুষদের পাশে দাড়িয়েছে সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ

প্রচ্ছদ » জেলা » ভোলায় কর্মহীন অসহায়-গরীব মানুষদের পাশে দাড়িয়েছে সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ
বুধবার, ১ এপ্রিল ২০২০



স্টাফ রিপোর্টার :

নভেল করোনা ভাইরাসের গন সংক্রমন রোধের জন্য সারাদেশ লকডাউন অবস্থায়। ভোলায় কর্মহীন অসহায়-গরীব মানুষদের পাশে দাড়িয়েছে  সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ । বুধবার (১ এপ্রিল) সকালে  সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ ভোলার অধ্যক্ষ , শিক্ষক ও কর্মচারীদের একটি ক্ষুদ্র প্রয়াস এর মাধ্যমে  ১৫০ জন অসহায়-গরীব মানুষদের তালিকা তৈরি করে  ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ৩ কেজি আলু ও ১ লিটার তেল বিতরন করা হয় তাদের মাঝে।

---

এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফীল, সহযোগী অধ্যাপক মোঃ এনায়েত উল্যাহ, সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক মোঃ ফরিদুজ্জামান, সহকারী অধ্যাপক আ.আ. ম. হারুনুর রশীদ, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহিম শামীম,  প্রভাষক মোঃ ইব্রাহিম খলিল, প্রভাষক মোঃ রোকনুজ্জামান, প্রভাষক মোঃ ইখতিয়ার উদ্দিন,  প্রভাষক মোঃ ইকবাল হোসাইন ও কলেজের কর্মচারী বৃন্দ।

 

এই খুদ্র প্রয়াসের মাধ্যমে হাসি ফোটে ১৫০টি পরিবারে। সামগ্রী প্রাপ্তদের লকডাউনের বাকি কটা দিন কেটে যাবে বিনা চিন্তায় এমটাই জানায় তারা।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:১৯   ১৪৫৯ বার পঠিত