বুধবার, ২০ মার্চ ২০২৪

দুলারহাট থানায় অপরাধ দমনের লক্ষে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » অপরাধ » দুলারহাট থানায় অপরাধ দমনের লক্ষে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
রবিবার, ২২ এপ্রিল ২০১৮



মোঃ মোস্তাফিজুর রহমান, চরফ্যাশন ॥
“পুলিশ জনতা-জনতাই পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে দুলারহাট থানার আহাম্মদপুর স্কুল এন্ড কলেজে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মাদক জুয়া, বাল্যবিবাহ ইভটিজিং, মোবাইল ফোনের অপব্যবহার ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (২২ এপ্রিল) সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান পাটওয়ারী।
এসময় তিনি বলেন, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ এগুলো সমাজের ভয়াবহ ব্যাধি। কোথাও কোন ঘটনা শুনলে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে চলে যাবে। অভিযোগের আশায় অপেক্ষা করবে না। মাদক ও ইভটিজিং মুক্ত করতে পুলিশের জিরো টলারেন্সের। এ সকল সমস্যা দূরকরনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:১৪:১৯   ২১০৭ বার পঠিত