
স্টাফ রিপোর্টার ॥
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপনের অংশ হিসেবে ভোলা জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় ভোলা সদর উপজেলায় সুইমিং পুল কমপ্লেক্সে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষন উদ্বোধন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২.০০টার সময় অত্যন্ত আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৫-২৬) এর আওতায় এ প্রশিক্ষন শুরু হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম সভাপতিত্ব করেণ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলাল হোসেন। তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ বিপুল কুমারপাল, সাবেক সেনা সদস্য সার্জন্ট আব্দুল মোমেনসহ বিভিন্ন প্রশিক্ষনার্থী ও অভিভাবকবৃন্দ। প্রতিষ্ঠান থেকে আগত প্রায় ২০০ জন প্রতিযোগির মধ্য থেকে ৪০ জনকে বাছাই করে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের আওতায় আনা হবে।
এসময় বক্তারা বলেন, বর্তমান যুগে ছেলেমেয়েদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। এ সময় প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানটি উপভোগ করেন।
বাংলাদেশ সময়: ১:০৮:৫৫ ৭২ বার পঠিত