ভোলায় সুইমিংপুলে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

প্রচ্ছদ » খেলা » ভোলায় সুইমিংপুলে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপনের অংশ হিসেবে ভোলা জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় ভোলা সদর উপজেলায় সুইমিং পুল কমপ্লেক্সে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষন উদ্বোধন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২.০০টার সময় অত্যন্ত আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৫-২৬) এর আওতায় এ প্রশিক্ষন শুরু হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম সভাপতিত্ব করেণ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলাল হোসেন। তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ বিপুল কুমারপাল, সাবেক সেনা সদস্য সার্জন্ট আব্দুল মোমেনসহ বিভিন্ন প্রশিক্ষনার্থী ও অভিভাবকবৃন্দ। প্রতিষ্ঠান থেকে আগত প্রায় ২০০ জন প্রতিযোগির মধ্য থেকে ৪০ জনকে বাছাই করে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের আওতায় আনা হবে।

এসময় বক্তারা বলেন, বর্তমান যুগে ছেলেমেয়েদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। এ সময় প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানটি উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১:০৮:৫৫   ৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় স্কুল পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে এ রব চ্যাম্পিয়ন
ভোলায় সুইমিংপুলে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
টি-১০ ক্রিকেট লীগে ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ চ্যাম্পিয়ন
গজনবী স্টেডিয়ামের আধুনিকায়নে উচ্ছসিত ভোলার ক্রীড়াপ্রেমীরা
ভোলায় মাসব্যাপী বিবার সাঁতার প্রশিক্ষন সমাপ্ত
খেলাধুলার মাধ্যমে সমাজের অনেক খারাপ কর্মকান্ড দূর হয়: মেজর অব: হাফিজ
ভোলায় হ্যান্ডবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত
আধুনিক সন্ধ্যা তারা ক্লাব কর্তৃক ফুটবল ক্যাম্পিং উদ্বোধন
ভোলায় ফুটবলের সোনালী অতীত ফিরিয়ে আনলেন আমিনুল হক
ভোলায় সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত



আর্কাইভ