বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
সোমবার, ৩ নভেম্বর ২০২৫



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোরহানউদ্দিন পূর্ব থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। রবিবার (২রা নভেম্বর) মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে আয়োজিত এ কর্মসূচি বোরহানউদ্দিনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্পন্ন হয়।

বোরহানউদ্দিন পূর্ব থানা শাখার সভাপতি রোমান হোসাইনের সভাপতিত্বে কাচিয়া টবগি মাধ্যমিক বিদ্যালয়, কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয় এবং মির্জাকালু ফাজিল মাদ্রাসায় একযোগে এই ব্লাড ক্যা¤েপইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব কামাল উদ্দিন রায়হান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল জায়েদ এবং অফিস সম্পাদক আব্দুর রহিম। এছাড়াও অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “ছাত্রশিবির ছাত্রদের মেধা, মান ও নৈতিকতার উন্নয়নে কাজ করে যাচ্ছে। নৈতিক শিক্ষায় বলীয়ান এই প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দিবে। ছাত্রশিবিরের এই ধারাবাহিক প্রচেষ্টার ফলেই আজ সারা দেশে সংগঠনটি ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে।”

উল্লেখ্য, ছাত্রশিবিরের এই ব্লাড ক্যা¤েপইনের মাধ্যমে বহু শিক্ষার্থী তাদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারে এবং রক্তদান বিষয়ে সচেতনতা অর্জন করে।

সাধারণ শিক্ষার্থীরা এ রকম ভালো কাজের প্রশংসা করে, ভবিষ্যতে ছাত্র সংগঠনগুলোর মাঝে ভালো কাজের প্রতিযোগিতা হোক বলে প্রত্যাশা করেন।

বাংলাদেশ সময়: ০:৩৫:১৬   ২১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


ঢাকায় ককটেলসহ মেম্বার গ্রেপ্তার নিজ গ্রাম বোরহানউদ্দিনে মুক্তির জন্য বিক্ষোভ মিছিল
ভোলায় নগদ টাকা-স্বর্ণ অলংকারসহ গৃহবধু উধাও, মামলার হুমকি
ভোলায় নলকূপ খনন করলেই বেড়িয়ে আসছে গ্যাস! ফ্রি গ্যাসে চলছে রান্না
বোরহানউদ্দিনে রাস্তা ও ফুটপাত দখল, জরিমানা ২১ হাজার টাকা
বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
বোরহানউদ্দিনের গঙ্গাপুর চর থেকে মাটি কাটার অপরাধে জরিমানা
বোরহানউদ্দিনে ভূতরে টেস্টের রিপোর্টে বিপাকে রোগী তীব্র ক্ষোভ নিন্দার ঝড়
বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় শিবির কর্মী মোঃ সিয়ামের মর্মান্তিক মৃত্যু
ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বোরহানউদ্দিনে আ’লীগ নেতার নির্দেশে কালের কণ্ঠ সাংবাদিকের ওপর হামলা



আর্কাইভ