
স্টাফ রিপোর্টার ॥
ভোলায় ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসায় বার্ষিক ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা বারের সিনিয়র এ্যাডভোকেট মুহা. নাছির। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, নিউ মোস্তফা লাইব্রেরির পরিচালক মাওলানা ওবায়েদ বিন মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা গোরস্থান মাদরাসার ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মাও: আতাউর রহমান মোমতাজি। সভাপতির দায়িত্ব পালন করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব মাও. মুহা. ইসরাফিল আলম।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, পড়াশোনার পাশাপাশি এধরণের প্রতিযোগিতা বাচ্চাদের সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত করবে বলে আশা করছেন। এবং এধরনের প্রতিযোগিতা বেশির থেকে বেশি হওয়ার প্রয়োজন বলে মনে করছেন।
বাংলাদেশ সময়: ২:০৯:১৯ ৯৫০ বার পঠিত