ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু চুরি

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু চুরি
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫



---

ইব্রাহিম আকতার আকাশ ॥

ভোলা সদর উপজেলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে তাসপিয়া নামের ১১ মাস বয়সী একটি শিশু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে চাঞ্চল্য ও উদ্বেগ। বৃহ¯পতিবার (৩১ অক্টোবর) গভীর রাতে উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া গ্রামের গফুর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু তাসপিয়া ওই গ্রামের মাওলানা জামাল উদ্দিন ও কুলসুম বিবি দ¤পতির তৃতীয় কন্যা সন্তান।

পরিবার জানায়, রাতে শিশুটির মা কুলসুম বিবি তাকে পাশে নিয়ে ঘুমাচ্ছিলেন। ভোররাতে ঘুম ভাঙার পর শিশুটিকে দুগ্ধপান করাতে গিয়ে দেখেন শিশুটি বিছানায় নেই। শিশুর ঘুমানোর জায়গায় একটি কোল বালিশ কাঁথা দিয়ে ডেকে রাখা আছে। এরপর পরিবারের সবাই মিলে আশপাশে খোঁজ করেও শিশুটিকে পাওয়া যায়নি।

তারা ধারণা করছেন, পূর্বপরিকল্পিতভাবে রাতে যে কেউ ঘরের মধ্যে আগে থেকে ওঁৎ পেতে থেকে শিশুটিকে যে কেউ চুরি করে নিয়েছে। সকালে ঘুম থেকে উঠার পর তাদের সামনের দরজা খোলা দেখতে পান।

শিশুর মা কুলসুম বিবি জানান, ‘ রাতে খাবার খেয়ে মেয়েকে নিয়ে সামনের বারান্দায় চৌকিতে ঘুমিয়ে পরেন। সকালে ঘুম ভাঙার পর দেখেন শিশু তাসফিয়া নেই। তার স্থানে একটি কোলবালিশ রাখা আছে। পরে তিনি ডাক চৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসে এবং তাসপিয়াকে খুঁজতে থাকে।’

পরে শিশুটিকে কোথায়ও খুঁজে না পেয়ে পুলিশকে খবর দিলে ভোলা সদর মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এবং শিশুটিকে উদ্ধারের জন্য তারা কাজ করছে।

এদিকে, শিশুটিকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। তাকে খুঁজে পেতে করা হচ্ছে মাইকিং। এছাড়াও এলাকা জুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য ও উদ্বেগ। আতংকে রয়েছে শিশুটির পরিবার ও এলাকাবাসী। তাদের দাবী, প্রশাসন যেনো দ্রুত বাচ্চাটিকে উদ্ধার করে এবং যারা এই ঘটনার সঙ্গে জরিত তাদের উপযুক্ত বিচার নিশ্চিত করে।

মোসলেউদ্দিন নামের এক প্রতিবেশী জানান, ‘তার ৫৫ বছর বসয়ে এমন ঘটনা দেখেন নি। ১১ মাসের একটি অবুঝ শিশু চুরির ঘটনায় তিনি খুব উদ্বেগ প্রকাশ করেন। এবং প্রশাসনের কাছে শিশুটিকে উদ্ধারের জোর আবেদন জানান।’

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ জানান, ‘ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও পুলিশের পক্ষ থেকে শিশুটিকে উদ্ধারের কাজ চলছে। বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:০৪:২৪   ১১০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় নগদ টাকা-স্বর্ণ অলংকারসহ গৃহবধু উধাও, মামলার হুমকি
ভোলায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষকে ফাঁসাতে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির অভিযোগ
ভোলা ও বরগুনায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক
ছেলের প্রতারণায় জমি হারালেন মা, ঘরে আগুন বিচার চান মনোয়ারা
চরফ্যাশনে আলোচিত ধর্ষণ মামলার আসামী জসিম গ্রেফতার
চরফ্যাশন লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়, যাত্রীদের ক্ষোভ
মনপুরার মেঘনায় যৌথ অভিযানে নিষিদ্ধ চাই ও মটকা জব্দ
ভোলা ও পাথরঘাটায় পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ ৩ মাদক কারবারি আটক
ভোলায় গাঁজাসহ দুই কারবারীকে আটক
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক



আর্কাইভ