মৃত স্বজনকে দেখতে গিয়ে লাশ হলেন সিয়াম

প্রচ্ছদ » লালমোহন » মৃত স্বজনকে দেখতে গিয়ে লাশ হলেন সিয়াম
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মো. সিয়াম (১৬) নামে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছেন। বৃহ¯পতিবার সন্ধ্যায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফরাজীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর সিয়াম বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আব্দুল মুন্সি বাড়ির মো. বাবুল মুন্সির ছেলে।

নিহত ঐ কিশোরের বাবা বাবুল মুন্সি বলেন, বৃহ¯পতিবার বিকেলে লালমোহনে আমার এক আত্মীয় মারা যান। তার মৃত্যুর সংবাদ শুনে সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে স্ত্রী ও ছেলেকে নিয়ে ওই বাড়ির উদ্দেশে রওনা দিই। মোটরসাইকেল নিয়ে লালমোহনের ফরাজীর দোকান এলাকায় পৌঁছালে আমাদের মোটরসাইকেলটিকে সামনের দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। ঐ ধাক্কায় মোটরসাইকেল নিয়ে আমরা সড়কের ওপর পড়ে যাই। এ সময় মাইক্রোবাসের সঙ্গে আমার ছেলে সিয়ামের মাথায় প্রচ- আঘাত লাগে। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে আমাদের তিনজনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক আমার ছেলে সিয়ামের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০০:১২   ৪৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


কোয়েল পাখির খামারে যুবকের ভাগ্য বদল
লালমোহনে পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
নিউমোনিয়ার দাপটে কাবু শিশুরা
লালমোহনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লালমোহনে ৭০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
ট্রান্সফরমার চুরির মূলহোতা ধরা ছোঁয়ার বাইরে
লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী টোল আদায়, অর্থদন্ড
লালমোহনে আদালতে মামলা করায় গাছ থেকে সুপারি পেড়ে নেয়ার অভিযোগ



আর্কাইভ