
আল আমিন।।
দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ভোলা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগ আয়োজিত “Workshop on Mastering English with AI Assistant” শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে হিসাববিজ্ঞান বিভাগের একটি কক্ষে অনুষ্ঠিত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তির সাহায্যে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের লক্ষ্য নিয়ে আয়োজিত এই কর্মশালায় বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জামাল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ও ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. মাহবুব আলম, এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক কাজী মো. হাসান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. ইসরাফিল বলেন, “বর্তমান বিশ্বে ইংরেজি শুধু একটি ভাষা নয়, বরং জ্ঞান, যোগাযোগ এবং ক্যারিয়ার উন্নয়নের সবচেয়ে বড় মাধ্যম। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আমাদের শিক্ষা ও কর্মজীবনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। হিসাববিজ্ঞান বিভাগের এই উদ্যোগ শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করবে।”
হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. জাবেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা ChatGPTসহ বিভিন্ন AI টুলের সাহায্যে ইংরেজি ভাষা চর্চায় দক্ষতা অর্জন করবে, যা ভবিষ্যৎ পেশাজীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে। এমন কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তি ও ভাষা জ্ঞানের সমন্বয়ে নিজেদের আরও পরিপূর্ণভাবে প্রস্তুত করতে পারবে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য।
বাংলাদেশ সময়: ০:০৭:২২ ২৪৫ বার পঠিত