
স্টাফ রিপোর্টার ॥
ভোলার তজুমদ্দিন উপজেলার মধ্য আড়ালিয়া রহমানিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিউদ্দিনের ওপর সরকারি চাকরিজীবীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তজুমদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিতে বাদী হিসেবে অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন উল্লেখ করেন, গত ২২ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১১টা ৩০ মিনিটের দিকে তজুমদ্দিন থানাধীন মধ্য আড়ালিয়া রহমানিয়া আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন, মোঃ ইউসুফ, মোঃ জোসেব (উভয়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক) এবং মোঃ ফরিদ উদ্দিন (স্বাস্থ্য বিভাগের সরকারি চাকরিজীবী)।
অধ্যক্ষ জানান, মাদ্রাসার নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে গেজেট অনুযায়ী এডহক কমিটির সভাপতি মনোনয়নে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক জনাবা ফাহিমা আক্তারকে সভাপতি হিসেবে মনোনয়ন দেন। কিন্তু এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উল্লিখিত তিন সরকারি চাকরিজীবী দলবল নিয়ে মাদ্রাসার অফিসে প্রবেশ করে তার ওপর চড়াও হন।
তিনি অভিযোগ করেন, অভিযুক্তরা তার সঙ্গে অশালীন আচরণ করে, তাকে টানাহেঁচড়া করে ও বাম হাতে আঘাত করে। এছাড়াও তাকে প্রাণনাশের হুমকি এবং হয়রানিমূলক মামলা দেয়ার ভয় দেখানো হয়। এসময় তার সহকর্মী শিক্ষক মোঃ মিজানুর রহমান বাধা দিতে গেলে তাকেও নুরনবী ও মোসলেহ উদ্দিনসহ কয়েকজন মারধর করে।
এ ঘটনার প্রতিবাদে মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
অধ্যক্ষ মহিউদ্দিন জানান, “আমি একজন সরকারি অনুমোদিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি। সরকারি চাকরিজীবী হয়ে অন্য প্রতিষ্ঠানে এসে হামলা করা অত্যন্ত দুঃখজনক ও বেআইনি।”
এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”
বাংলাদেশ সময়: ২৩:৫৮:৩৭ ১২৭ বার পঠিত