
এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥
২০১৯ সালের ২০ অক্টোবর ‘ভোলার বোরহানউদ্দিনের ইতিহাসে এক রক্তাক্ত দিন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মর্যাদায় আঘাতের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে সমবেত তাওহিদী জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়।
সে দিন শহীদ হন চার নবীপ্রেমিক হাফেজ মাহফুজ, হাফেজ মাহবুব, হাফেজ মিজান ও মো. শাহীন। আহত হন দুই শতাধিক মানুষ।
ঘটনার সূত্রপাত ঘটে ২০১৯ সালের ১৮ অক্টোবর, যখন বোরহানউদ্দিন উপজেলার এক তরুণ বিপ্লব চন্দ্র শুভর ফেসবুক আইডি থেকে ইসলামবিদ্বেষী বার্তা পাঠানো হয়। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে ধর্মপ্রাণ মানুষের মধ্যে। তারা শান্তিপূর্ণ প্রতিবাদের প্রস্তুতি নেয়, কিন্তু ২০ অক্টোবরের সমাবেশ রক্তে ভেসে যায়।
শহীদদের পরিবার দীর্ঘদিন ভয় ও দমননীতির মধ্যে শোক পালন করেছে নীরবে। তবুও তাঁদের ত্যাগ আজও মুসলমানের হৃদয়ে জাগিয়ে রাখে নবীর প্রতি অকৃত্রিম ভালোবাসা ও ঈমানের অগ্নিশিখা।
২০১৯ সালের সেই ঘটনার জের ধরে ফেসবুক আইডি হ্যাক করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগে করা মামলায় বাপন দাস নামে এক যুবককে ৮ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন বরিশাল সাইবার ট্রাইব্যুনাল। ২৪ এপ্রিল ২০২৫, রোববার বিচারক ও জেলা ও দায়রা জজ গোলাম ফারুক এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসতাক আহমেদ রুবেল জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের তিনটি ধারায় বাপন দাসকে সাজা দেওয়া হয়েছে।
৩৪ ধারায় ৮ বছরের সশ্রম কারাদ- ও ৩ লাখ টাকা জরিমানা, ২৮/১ ধারায় ২ বছরের কারাদ- ও ১ লাখ টাকা জরিমানা, এবং ৩১/১ ধারায় ৪ বছরের সশ্রম কারাদ- ও ১ লাখ টাকা জরিমানা দেওয়া হয়। সবগুলো সাজা একসঙ্গে চলবে।
ঘটনার তদন্তে বিপ্লব চন্দ্র শুভসহ আরও দুজনকে আটক করা হলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের মুক্তি দেওয়া হয়।
এদিকে ২০১৯ সালের ২০ অক্টোবর বোরহানউদ্দিন ঈদগাহে শাহাদাত বরণকারী কাচিয়া ইউনিয়নের কৃতি সন্তান শহীদ শাহীন হোসেন শাকিল এবং দেউলা ইউনিয়নের কৃতি সন্তান শহীদ হাফেজ আবু রায়হান এর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।
আজ ২০২৫ সালের ২০ অক্টোবর ঠিক ছয় বছর পরও বোরহানউদ্দিনের মাটিতে শহীদদের রক্তের স্মৃতি অম্লান। শহীদদের স্মরণে বোরহানউদ্দিন মুজাহিদ কমিটির উদ্যোগে আজ (রোববার) বোরহানউদ্দিন সরকারি হাই স্কুল মাঠে আসরের নামাজের পর দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২:৫০:৩৫ ১৬৯৯ বার পঠিত