
মোঃ আবির হোসাইন, দৌলতখান ॥
দৌলতখানে পথচারী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতখান চরখলিফা মাদ্রাসা মোড় নামের একটি স্থানে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ মিলে যৌথবাহিনীর একটি চৌকস টিম এই চেকপোস্ট পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে রিকশা, মোটরসাইকেল, যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকসহ প্রায় ৭০টি যানবাহনে চালানো হয় তল্লাশি, যাত্রী ও চালকদের করা জিজ্ঞাসা এবং প্রয়োজনীয় নথিপত্র দেখে ছাড়া হয় যানবাহন, তার ভিতর ৫০টি মোটরসাইকেল, ১৫টি সিএনজি, ০৫টি মালবাহী ট্রাক, ০৫টি মাইক্রো ও ০২টি যাত্রীবাহী বাস এবং বিভিন্ন যানবাহন থেকে ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। মামলা করা হয় প্রায় ১০টি। তার ভিতর ০৯টি মটরসাইকেল ও ০১টি যাত্রীবাহি বাস, এবং আটক করা হয় প্রয়োজনীয় কাগজপত্র ও ফিটনেসবিহীন ০৮টি মোটরসাইকেল, চেকপোস্ট অভিযান শেষে আটকৃত মোটরসাইকেল গুলো দৌলতখান থানায় প্রেরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:১৮:৩৪ ২২৪০ বার পঠিত