মেঘনায় ৭০ লক্ষ টাকার সিমেন্ট নিয়ে ডুবে গেল জাহাজ

প্রচ্ছদ » অর্থনীতি » মেঘনায় ৭০ লক্ষ টাকার সিমেন্ট নিয়ে ডুবে গেল জাহাজ
রবিবার, ১২ অক্টোবর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে এমভি টিটু-৫৪ নামের একটি জাহাজের ধাক্কায় এমভি সৌমি-১ নামের আরেকটি মালবাহী কার্গো জাহাজ ডুবে গেছে। এতে এমভি সৌমি-১ জাহাজে থাকা ৭০ লক্ষ টাকার সিমেন্ট নষ্ট হয়ে গেছে। জাহাজের মালিক দাবি করছে এ ঘটনায় তাঁর ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে দৌলতখান উপজেলার মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জাহাজের মাস্টার মো. আমিনুল ইসলাম দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, নারায়নগঞ্জে থেকে সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে শুক্রবার দুপুরে দৌলতখানের মেঘনা নদীর ডুবোচরে আটকা পরে এমভি সৌমি-১। পরে শনিবার দুপুর ১২টায় বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ নামের অপর আরেকটি জাহাজ সৌমি-১কে সজোরে ধাক্কা দেয়। এতে সৌমি-১ জাহাজের তলা ফেটে জাহাজটি ডুবে যায়। পরে জাহাজে থাকা নাবিকরা স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার হয়।

ক্ষতিগ্রস্থ জাহাজের মাস্টার আমিনুল হক জানান, আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ জাহাজটি ধাক্কা দেওয়ার আগে বারবার ভিএইচএফ মেরিন রেডিওতে বলা হচ্ছিল যে, জাহাজের সঙ্গে জাহাজ লেগে যাচ্ছে। কিন্তু এমভি টিটু-৫৪ জাহাজ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।

তিনি আরও জানান, জাহাজে থাকা সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। এতে তাদের ৭০ লক্ষ ৫৬ হাজার টাকার মালামালের ক্ষতি হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, এমভি টিটু-৫৪ জাহাজের ধাক্কায় সৌমি-১ নামের জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। সৌমি-১ জাহাজের মাস্টার আমিনুল ইসলাম এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২:৩৭:২০   ৩৫৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


কোয়েল পাখির খামারে যুবকের ভাগ্য বদল
জেলের জালে ইলিশের বদলে পাঙ্গাশের প্রভাব
দুই লাখ টন ইলিশ আহরণে মেঘনা তেঁতুলিয়া নদীতে জেলেরা
চরফ্যাশনে উফশী জাতের ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকের
ভোলায় নলকূপ খনন করলেই বেড়িয়ে আসছে গ্যাস! ফ্রি গ্যাসে চলছে রান্না
ভোলার তরমুজকে ব্র্যান্ডিং ও ভ্যালু চেইন উন্নয়নে রাউন্ডটেবিল বৈঠক অনুষ্ঠিত
পূর্ব ইলিশার কলেজ ছাত্রের পেঁপে বাগানে বছরে আয় ১০ লাখ টাকা
মৌসুম শেষে সরবরাহ বাড়লেও দাম কমেনি ইলিশের
ঘাটে ফিরছে পচা ইলিশভর্তি ট্রলার
শশীভূষণে উদ্বোধন হলো পূবালী ব্যাংকের ২৬০ তম উপশাখা



আর্কাইভ