
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় ‘থ্যালাসেমিয়া’ রোগে আক্রান্ত শিশু মো: তামিম (১১)। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তার চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছিল তার পরিবার। রাজমিস্ত্রি বাবা তার ছেলের চিকিৎসা করাতে অনেক কষ্ট হয়। অবশেষে তার পাশে দাঁড়িয়েছে ভোলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা। এতে স্বস্তি ফিরেছে দরিদ্র তামিমের পরিবারের মাঝে। তামিম ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়েনর শেরে বাংলা এলাকার বসারের ছেলে।
অসুস্থ তামিম বলেন, তারা এক ভাই এক বোন। প্রায় ৫/৬ বছর আগে তার থ্যালাসেমিয়া রোগটি ধরা পরে। পরে তার বাবা দরিদ্র রাজমিস্ত্রি ছেলের চিকিৎসার জন্য ভোলা, বরিশাল ও ঢাকার বিভিন্ন স্থানে গিয়ে চিকিৎসা করিয়েছেন।
তার বাবা বলেন, আমার ছেলের পিছনে প্রতি মাসে প্রায় দুই হাজার টাকার ঔষধ লাগে। প্রতি মাসেই ডাক্তার ও শরীরের বিভিন্ন পরীক্ষা করাতে হয়। এবং প্রতি ৩/৪ মাসে তার শরীরে রক্ত দিতে হয়। সব মিলে ব্যায় বহুল খরচ গুনতে হয় তার পরিবারের। আমি একজন রাজমিস্ত্রি আমার আয় টাকায় বর্তমানে চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে। এখন তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমি ও আমার পরিবার খুব খুশি। তাদের জন্য আমি ও আমার পরিবার অনেক অনেক দোয়া করি।
পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা সভাপতি নেওয়াজ শরীফ জানান, আজ তামিমকে আমি এক ব্যাগ রক্ত দিয়েছি। পরবর্তীতে আমাদের সংগঠনের যাদের রক্তের গ্রুপ বিপজেটিভ তারা রক্ত দিবেন তামিমকে। এই সহোযাগীতার ধারা আমাদের অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২:২৭:১৫ ৮৪৪ বার পঠিত