চরফ্যাশনে পৈতৃক সম্পত্তি ভোগদখলে ভাইকে ভাইয়ের বাধা

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে পৈতৃক সম্পত্তি ভোগদখলে ভাইকে ভাইয়ের বাধা
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশনে পৈতৃক সম্পত্তির বন্টন বিরোধকে কেন্দ্র করে আদালতের দেওয়া স্থিতি অবস্থাকে নিষেধাজ্ঞা দেখিয়ে বড় ভাই অলিউদ্দিনকে ভোগদখলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তার ছোট ভাই নুর মোহাম্মদ এর বিরুদ্ধে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে চর নাজিমুদ্দিন মৌজায় ইদ্রিছ মাঝি বাড়িতে সরে জমিনে গিয়ে দেখা যায়, পৈতৃক সম্পত্তি বন্টন করতে চরফ্যাশনের সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন নুর মোহাম্মদ, আদালত স্থিতি অবস্থা জারি করেন, অথচ নুর মোহাম্মদ আদালতের নিষেধাজ্ঞার সাইনবোর্ড লিখে বাড়ির সামনে টানিয়ে রেখেছেন।

বড় ভাই অলিউদ্দিন অভিযোগ করে বলেন, ছোট ভাই নুর মোহাম্মদ ও তার স্ত্রী পারভিন বেগম এর দুর্ব্যবহারের কারণে আমি পৈতৃক বাড়ি ত্যাগ করে নতুন বাড়ি করে তাতে বসবাস করি। কিন্তু তারা চর নাজিমুদ্দিন মৌজায় পৈতৃক বাড়িতে ২৫নং খতিয়ানে ১৬৮৭ দাগে আমার নামে রেকর্ডীয় ২৭ শতাংশ বাড়ির জমি ভোগ দখলে বাধা দিচ্ছে। গত সপ্তাহে আমার কর্মচারী জাহিদ আমার অংশের সুপারি পাড়তে গিলে তাকে গালিগালাজ করে তাড়িয়ে দেয়, আমি সেখানে গেলে তারা প্রতিনিয়ত আমাকে দেখে কটুক্তি করে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। পারিবারিক মতবিরোধ নিয়ে কয়েকবার তাদের সাথে বসার চেষ্টা করেছি, কিন্তু আমার ভাই নুর মোহাম্মদ এর অসহযোগীতার কারণে কোন সমাধান হয়নি। আদালতে করা বন্টন মামলার কারণ দেখিয়ে, আমাকে পৈতৃক বাড়ির জমিতে ভোগ দখলে বাধা দিচ্ছে। অথচ সে নিজে একই বাড়িতে তার পৈতৃক অংশ ভোগদখল করছে।

নুর মোহাম্মদ বলেন, আমাদের এই বাড়ি আমি ও আমার বড় ভাই অলিউদ্দিনের ভোগ দখলে, অন্য বাড়িতে অপর দুই ভাই ভোগ দখলে আছে, আমার ১২ শতাংশ জমি আমার আরেক ভাই চান শরিফের নামে রেকর্ড হয়। পৈতৃক জমির বন্টনের জন্য আদালতে মামলা করেছি, আদালত স্থিতি অবস্থা দিয়েছে।

নুর মোহাম্মদের স্ত্রী পারভিন বলেন, গত সপ্তাহে আমার ভাসুর অলিউদ্দিনের লোক জাহিদকে সুপারি পাড়তে আসলে আমার স্বামী আটক করতে চেয়েছিলো, আমি আটক করতে দেইনি। আমার স্বামী ও ভাসুরের মধ্যকার বিরোধের সমাধান চাই।

বাংলাদেশ সময়: ১:২৯:২৮   ১১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় নগদ টাকা-স্বর্ণ অলংকারসহ গৃহবধু উধাও, মামলার হুমকি
ভোলায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষকে ফাঁসাতে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির অভিযোগ
ভোলা ও বরগুনায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক
ছেলের প্রতারণায় জমি হারালেন মা, ঘরে আগুন বিচার চান মনোয়ারা
চরফ্যাশনে আলোচিত ধর্ষণ মামলার আসামী জসিম গ্রেফতার
চরফ্যাশন লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়, যাত্রীদের ক্ষোভ
মনপুরার মেঘনায় যৌথ অভিযানে নিষিদ্ধ চাই ও মটকা জব্দ
ভোলা ও পাথরঘাটায় পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ ৩ মাদক কারবারি আটক
ভোলায় গাঁজাসহ দুই কারবারীকে আটক
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক



আর্কাইভ