আল আমিন।।
কুখ্যাত সন্ত্রাসী মোসলেউদ্দিনের গ্রেফতার এবং বিচারের দাবিতে সোমবার (৬ই অক্টোবর) সকাল ১১ টায় ভোলা প্রেসক্লাবের সামনে পশ্চিম ইলিশার সাধারন জনগণের ব্যানারে ২ শতাধিক মানুষের উপস্থিতিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য আঃ মালেক আজকের ভোলা কে জানান,ঘটনার দিন শনিবার (৪ঠা অক্টোবর) আনুমানিক রাত আটটায় ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার ৯ নং ওয়ার্ডের সুদুরচরে আমার মেয়ে বিবি রহিমা (৫০) এবং একই এলাকার বাসিন্দা মো. মোসলেউদ্দিন (৪৫) সাথে বিগত ২ মাস পূর্বে আমার মেয়ের জামাই মোঃ জামাল উদ্দিন (৫৫) নিকট চাঁদা চায়। চাঁদা দিতে রাজি না হইলে তখন থেকেই বিরোধের সৃষ্টি হয়। সে থেকে মোসলেউদ্দিন প্রায় সময় আমার মেয়ের জামাইকে বিভিন্ন ধরনের হুমকি দমকিসহ মারমুখী আচারন করে। আমি বৃদ্ধ অসহায় মানুষ আমার স্ত্রী এবং মেয়ে-নাতনির উপর হামলার বিচার চাই। সন্ত্রাসী মোসলেউদ্দিনের উপযুক্ত শাস্তি দাবি করি।
ভুক্তভোগী বিবি রহিমা বলেন, মোসলেউদ্দিনের সাথে আমাদের পূর্ব শত্রুতার জেড়ে এবং বৃষ্টির পানির নিয়ে আমার বসত বাড়ীতে এসে বাকবিতন্ডার জড়ায়, এরমধ্যেই অশ্লীল, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে তার হাতে থাকা দাঁড়ালো দা দিয়ে হামলা করে। তখন চেচামেচি শুনে আমার মা এগিয়ে গেলে তার উপর রামদা দিয়ে কোপ দেয়। এবং এলোপাথারীভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। আমরা এবিষয়ে ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ করি (জিডি নম্বর -২৩৬০)
ভুক্তভোগী ফাতেমা বেগম বলেন, আমার মেয়ে এবং নাতনি লিজার সাথে মোসলেউদ্দিনের ঝগড়া শুনে ঘর থেকে বের হয়ে দেখি মোসলেউদ্দিন ও তার স্ত্রী মিলে আমার মেয়ে এবং নাতনি কে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে, লোহার রড দিয়ে জখম করে এবং তার হাতে থাকা দাঁড়ালো দা দিয়ে হামলা করতেছে আমি বাঁধা দিতে গেলে আমার ডান হাতে কোপ দেয় এরপর আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই।
আমি একজন বৃদ্ধ অসহায় মহিলা আমার উপর এই অর্তকিত হামলার উপযুক্ত বিচার চাই। মোসলেউদ্দিন কে গ্রেফতার করে শাস্তি দিতে হবে।
ভুক্তভোগী লিজা বলেন প্রত্যক্ষদর্শীদের ডাকচিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে সকল অভিযুক্তরা প্রকাশ্যে আমাদেরকে প্রাণাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। পরে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা আবুল কাশেম জানান, অভিযোগ দায়ের করার পরই বাদীকে সহ ঘটনা স্থলে গিয়ে অভিযুক্ত মোসলেউদ্দিনকে পাওয়া যায়নি, তদন্ত চলতেছে। এখনও পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামীরা পলাতক রয়েছে।
বাংলাদেশ সময়: ১:৩৩:১৭ ১১৪ বার পঠিত