চুরির অভিযোগে যুবককে শিকলে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

প্রচ্ছদ » অপরাধ » চুরির অভিযোগে যুবককে শিকলে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
সোমবার, ৬ অক্টোবর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার বাংলাবাজারে চুরির অভিযোগে যুবককে শিকলে বেঁধে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় জড়িত হাসান বিশ্বাস নামের এক ব্যবসায়ীকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাকে আদালতে হাজির করলে বিচারক জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

আটক হাসান বিশ্বাস জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নির্বাহী সদস্য ও উত্তর দিঘলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ স¤পাদক পদ প্রত্যাশী।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ৫ মিনিটের ভিডিওতে দেখা যায়, মো. তানজিল নামে এক যুবককে বেঁধে দুজন মারধর করছেন। একজনের হাতে শিকল ও অন্যজনের হাতে লাঠি। বেদম মারধর করে মোবাইল চুরিসহ বিভিন্ন স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছিলেন তারা। পাশ থেকে একজন ভিডিও ধারণ করেন। এক পর্যায়ে শিকলে বাঁধা তানজিল মোবাইল, সাইকেল ও মসজিদের টাকা চুরির কথা স্বীকার করেন।

ভিডিওটি গত শুক্রবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সমালোচকরা ঘটনার তদন্ত করে বিচারের দাবি জানান। বিষয়টি গোয়েন্দা পুলিশের নজরে এলে শনিবার রাতে হাসান বিশ্বাসকে আটক করে।

এ বিষয়ে কথা বলতে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে তানজিলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মা বলেন, দু-তিন মাস আগে স্থানীয় কয়েকজন যুবক তার ছেলে তানজিলকে মোবাইল চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে যায়। তাকে শিকল দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে রাত ১২টার দিকে বাড়িতে দিয়ে যায়। এ সময় তাঁর কাছে মোট অংকের টাকা দাবি করা হয়। প্রতিবেশীদের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়ে ছেলেকে মুক্ত করেন। টাকা নেওয়া দুই যুবককে তিনি চিনেন না বলে জানান।

আটকের আগে স্বেচ্ছাসেবক দল নেতা হাসান বিশ্বাস জানান, তানজিল দীর্ঘদিন এলাকায় চুরি করে আসছিল। তার জ্বালায় এলাকার মানুষ অতিষ্ঠ। চুরির অভিযোগে জেলও খেটেছেন। দেড়-দুই বছর আগে তাঁর বোনের বাসায় চুরি হয়। এতে তানজিল জড়িত জানতে পেরে তাঁকে ধরে নিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তানজিলের স্বভাব বদলায়নি। স্থানীয়দের সচেতন করতে গত ৯ সেপ্টেম্বর ভিডিওটি নিজের ফেসবুকে আপলোড করেন। সেখান থেকে ভিডিওটি নিয়ে তার প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে।

ভোলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইকবাল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ভিকটিমের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:১৯   ১৫০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় নগদ টাকা-স্বর্ণ অলংকারসহ গৃহবধু উধাও, মামলার হুমকি
ভোলায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষকে ফাঁসাতে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির অভিযোগ
ভোলা ও বরগুনায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক
ছেলের প্রতারণায় জমি হারালেন মা, ঘরে আগুন বিচার চান মনোয়ারা
চরফ্যাশনে আলোচিত ধর্ষণ মামলার আসামী জসিম গ্রেফতার
চরফ্যাশন লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়, যাত্রীদের ক্ষোভ
মনপুরার মেঘনায় যৌথ অভিযানে নিষিদ্ধ চাই ও মটকা জব্দ
ভোলা ও পাথরঘাটায় পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ ৩ মাদক কারবারি আটক
ভোলায় গাঁজাসহ দুই কারবারীকে আটক
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক



আর্কাইভ