
এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক ফোরামের বোরহানউদ্দিন উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার ৪ অক্টোবর দুপুরে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা কার্যকর করা হয়। সভায় সংগঠনের কার্যক্রম জোরদার করা এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) হাফিজ ইব্রাহীম। তিনি তার বক্তব্যে সাংগঠনিক ঐক্য ও জনগণের পাশে থাকার গুরুত্বারোপ করেন। অতিথি তার বক্তব্যে সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন।
তিনি বলেন, “আমি সবসময় এলাকার উন্নয়নের জন্য কাজ করে গেছি। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে উন্নয়ন ছাড়া আমার কোনো বদনাম নেই।” তিনি পল্লী চিকিৎসকদের সমাজের প্রথম সারির সেবক হিসেবে অভিহিত করেন এবং তাদের প্রতি মানুষের আস্থা ধরে রাখার আহ্বান জানান।
এছাড়া, প্রধান অতিথি তার বক্তব্যে একটি বিশেষ গোষ্ঠীকে ইঙ্গিত করে বলেন, “জামায়াত ইসলামি ইসলামের নামে মানুষের সাথে প্রতারণা করছে। ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, যা স¤পূর্ণ অপ্রত্যাশিত এবং নিন্দনীয়। সবাইকে এই ধরনের অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকতে হবে।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক ফোরামের বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি মোঃ অলিউল্যাহ। সংগঠনের সাধারণ স¤পাদক আঃ হালিম তালুকদার দক্ষতার সঙ্গে সভাটি সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব কাজী মোঃ আজম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলী আকবর পিন্টু এবং বড় মানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল এমরান খোকন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক ফোরামের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সভায় অংশ নেন। তারা সংগঠনের কার্যক্রমের পরিধি বৃদ্ধি, গ্রামীণ স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই ফোরাম পল্লী চিকিৎসকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাংলাদেশ সময়: ২:৫৫:৫৭ ১৪৪ বার পঠিত