বোরহানউদ্দিনে বিএনপিপন্থী পল্লী চিকিৎসক মতবিনিময় সভা

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে বিএনপিপন্থী পল্লী চিকিৎসক মতবিনিময় সভা
রবিবার, ৫ অক্টোবর ২০২৫



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক ফোরামের বোরহানউদ্দিন উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার ৪ অক্টোবর দুপুরে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা কার্যকর করা হয়। সভায় সংগঠনের কার্যক্রম জোরদার করা এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) হাফিজ ইব্রাহীম। তিনি তার বক্তব্যে সাংগঠনিক ঐক্য ও জনগণের পাশে থাকার গুরুত্বারোপ করেন। অতিথি তার বক্তব্যে সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন।

তিনি বলেন, “আমি সবসময় এলাকার উন্নয়নের জন্য কাজ করে গেছি। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে উন্নয়ন ছাড়া আমার কোনো বদনাম নেই।” তিনি পল্লী চিকিৎসকদের সমাজের প্রথম সারির সেবক হিসেবে অভিহিত করেন এবং তাদের প্রতি মানুষের আস্থা ধরে রাখার আহ্বান জানান।

এছাড়া, প্রধান অতিথি তার বক্তব্যে একটি বিশেষ গোষ্ঠীকে ইঙ্গিত করে বলেন, “জামায়াত ইসলামি ইসলামের নামে মানুষের সাথে প্রতারণা করছে। ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, যা স¤পূর্ণ অপ্রত্যাশিত এবং নিন্দনীয়। সবাইকে এই ধরনের অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকতে হবে।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক ফোরামের বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি মোঃ অলিউল্যাহ। সংগঠনের সাধারণ স¤পাদক আঃ হালিম তালুকদার দক্ষতার সঙ্গে সভাটি সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব কাজী মোঃ আজম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলী আকবর পিন্টু এবং বড় মানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল এমরান খোকন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক ফোরামের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সভায় অংশ নেন। তারা সংগঠনের কার্যক্রমের পরিধি বৃদ্ধি, গ্রামীণ স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই ফোরাম পল্লী চিকিৎসকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সময়: ২:৫৫:৫৭   ১৪৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


ঢাকায় ককটেলসহ মেম্বার গ্রেপ্তার নিজ গ্রাম বোরহানউদ্দিনে মুক্তির জন্য বিক্ষোভ মিছিল
ভোলায় নগদ টাকা-স্বর্ণ অলংকারসহ গৃহবধু উধাও, মামলার হুমকি
ভোলায় নলকূপ খনন করলেই বেড়িয়ে আসছে গ্যাস! ফ্রি গ্যাসে চলছে রান্না
বোরহানউদ্দিনে রাস্তা ও ফুটপাত দখল, জরিমানা ২১ হাজার টাকা
বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
বোরহানউদ্দিনের গঙ্গাপুর চর থেকে মাটি কাটার অপরাধে জরিমানা
বোরহানউদ্দিনে ভূতরে টেস্টের রিপোর্টে বিপাকে রোগী তীব্র ক্ষোভ নিন্দার ঝড়
বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় শিবির কর্মী মোঃ সিয়ামের মর্মান্তিক মৃত্যু
ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বোরহানউদ্দিনে আ’লীগ নেতার নির্দেশে কালের কণ্ঠ সাংবাদিকের ওপর হামলা



আর্কাইভ