
স্টাফ রিপোর্টার ॥
ভোলায় স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহবধূ। মাকে বাঁচাতে গেলে ছেলেকে কামড়ে রক্তাক্ত জখম করেছেন অভিযুক্ত ওই স্বামী। বর্তমানে নির্যাতিতা নারী ও আহত শিশু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ই অক্টোবর) বিকাল ৩টার দিকে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট ৭নং ওয়ার্ড এলাকায়। অভিযুক্ত ওই স্বামী ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ আব্দুল কাদেরের ছেলে সাগর সোলায়মান।
ভুক্তভোগী নারী লাইজু বেগম অভিযোগ করেন, শুক্রবার পূর্বের ন্যায় স্বামী সাগর সোলায়মান বাড়িতে আসেন। এ সময় স্বামী কোনো কারণ ছাড়াই তাকে মারধর শুরু করেন। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসলে তাদের ছেলে রিয়াদের (৯) পায়ে কামড়ে রক্তাক্ত জখম করেন সাগর সোলায়মান।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাগর সোলায়মান। দ্বিতীয় বিয়ে করে বর্তমানে ওই স্ত্রীর সাথেই বসবাস করছেন। দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন তিনি। বিভিন্ন সময় ছুরি নিয়ে হত্যার ভয় দেখিয়ে তাকে তালাক দিতে চাপ প্রয়োগ করে আসছেন। ঘটনার দিন কোন কারণ ছাড়াই ধারালো ছুরি নিয়ে হত্যার ভয় দেখিয়ে মারধর করতে থাকেন। পরে ছেলে ও প্রত্যক্ষদর্শীরা এগিয়ে আসলে তাদেরও হামলা করেন তিনি। একপর্যায়ে ঘরের বাহির থেকে ইট মেরে একাধিক জানালার থাই গ্লাস ও আসবাবপত্র ভেঙে ক্ষতি সাধন করেন।
এ ঘটনায় নির্যাতিতা লাইজু বেগম ও তার আহত ছেলে রিয়াদকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী ওই নারী জীবন নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্বামীর এধরের নির্যাতন থেকে বাচঁতে প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছেন।
এবিষয়ে অভিযুক্ত ওই স্বামীর সাথে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৭:৪০:০১ ১৫৫ বার পঠিত