বাপ্তায় বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুন লেগে মুদি দোকান পুড়ে ছাই

প্রচ্ছদ » অর্থনীতি » বাপ্তায় বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুন লেগে মুদি দোকান পুড়ে ছাই
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫



---

আল আমিন ॥

ভোলা সদরে ভয়াবহ অগ্নিকান্ডে তরুণ ব্যবসায়ী মো. ইব্রাহিমের (৩২) মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। জীবিকার একমাত্র অবলম্বন এই দোকান হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। সোমবার দিবাগত রাতে (২৯ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুছাকান্দি গ্রামের আবু মিয়ার মার্কেটে মধ্য রাতে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১.৩০ মিনিটের দিকে দোকানে আগুন দেখতে পেয়ে নেভানোর জন্য স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় আশেপাশের লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও লাভ হয়নি। একজন ট্রিপল নাইনে ফোন দিলে ফায়ার সার্ভিসের টীম আসে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

দোকান মালিক ইব্রাহিম বলেন, আমি শেষ হয়ে গেছি। আমার ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

দোকান মালিক ইব্রাহিম বলেন, “লাখ লাখ টাকা ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছিলাম। ১টি ফ্রিজ, ২টি ফ্যান, আসবাবপত্র ও বাকী হিসাবের টালীখাতা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রতি মাসে ৩৮ হাজার টাকার কিস্তি দিতে হয়। দোকান পুড়ে যাওয়ায় এখন সংসার চালানোই অসম্ভব হয়ে পড়েছে, কিস্তি শোধ তো দূরের কথা। নগদ ক্যাশ ১ লাখ ৫৩ হাজার টাকাসহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকার অধিক হয়েছে এবং এ বিষয়ে ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন বলে জানান (জিডি নম্বর-১৬৫৪)।

স্থানীয়রা বলেন, এই দোকানের আয় দিয়েই ইব্রাহিম তার পরিবার চালাতেন। দোকান পুড়ে যাওয়ায় তার হাতে এখন আর কিছুই নেই। পরিবার নিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। এদিকে ইব্রাহিমের বড়ো ভাই মো. রিপন জানায় পূর্ব শত্রুতার জেড়ে এই ঘটনার আশঙ্কা করেন।

ভোলা সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টীম লিডার মনিরুল হক জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টায়, আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আমরা ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে এখন অনিশ্চয়তার অন্ধকারে দিন কাটছে তরুণ ব্যবসায়ী ইব্রাহিম। স্থানীয়দের মতে, সমাজের সহানুভূতিশীল মানুষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে না এলে তার ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়বে।

বাংলাদেশ সময়: ২০:৩৫:৩৭   ২১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


কোয়েল পাখির খামারে যুবকের ভাগ্য বদল
জেলের জালে ইলিশের বদলে পাঙ্গাশের প্রভাব
দুই লাখ টন ইলিশ আহরণে মেঘনা তেঁতুলিয়া নদীতে জেলেরা
চরফ্যাশনে উফশী জাতের ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকের
ভোলায় নলকূপ খনন করলেই বেড়িয়ে আসছে গ্যাস! ফ্রি গ্যাসে চলছে রান্না
ভোলার তরমুজকে ব্র্যান্ডিং ও ভ্যালু চেইন উন্নয়নে রাউন্ডটেবিল বৈঠক অনুষ্ঠিত
পূর্ব ইলিশার কলেজ ছাত্রের পেঁপে বাগানে বছরে আয় ১০ লাখ টাকা
মৌসুম শেষে সরবরাহ বাড়লেও দাম কমেনি ইলিশের
ঘাটে ফিরছে পচা ইলিশভর্তি ট্রলার
শশীভূষণে উদ্বোধন হলো পূবালী ব্যাংকের ২৬০ তম উপশাখা



আর্কাইভ