সোলারের ব্যাটারি চুরিই তাদের পেশা

প্রচ্ছদ » অপরাধ » সোলারের ব্যাটারি চুরিই তাদের পেশা
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সোলার প্যানেলের ব্যাটারি চুরির সঙ্গে জড়িত আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম। আটককৃতরা হলেন, লালমোহনের অটোরিকশা চালক মো. জাকির হোসেন এবং ভাঙারি ব্যবসায়ী মো. মিজান ও চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকার মো. কামাল হোসেন।

ওসি বলেন, গত বৃহ¯পতিবার রাতে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সোলার প্যানেলের ব্যাটারি চুরি হয়। যার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি।

তদন্তে জানা যায়, ঢাকার একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে যোগসাজশে স্থানীয় অটোরিকশা চালক জাকির হোসেন এ কাজে সহযোগিতা করেন। তিনি তার নিজস্ব অটোরিকশায় করে চক্রের সদস্যদের বিভিন্ন এলাকায় নিয়ে যেতেন। পরে তারা বিদ্যালয়গুলো টার্গেট করে রাতের আঁধারে সোলার প্যানেলের ব্যাটারি চুরি করতেন।

ওসি সিরাজুল ইসলাম বলেন, গত শনিবার প্রথমে জাকির হোসেনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে রোববার লালমোহন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিজান ও কামালকেও আটক করা হয়। তারা প্রাথমিকভাবে চুরির বিষয়টি অস্বীকার করলেও পরে ফোনের সিডিআর বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।

তিনি আরো বলেন, অটোরিকশা চালক জাকিরকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া সোমবার দুপুরে মিজান ও কামালকেও আদালতে পাঠানো হয়। এ চক্রের সঙ্গে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার আরো কয়েকজন জড়িত থাকার তথ্য মিলেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

বাংলাদেশ সময়: ০:৫৯:১৯   ৬০২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় নগদ টাকা-স্বর্ণ অলংকারসহ গৃহবধু উধাও, মামলার হুমকি
ভোলায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষকে ফাঁসাতে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির অভিযোগ
ভোলা ও বরগুনায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক
ছেলের প্রতারণায় জমি হারালেন মা, ঘরে আগুন বিচার চান মনোয়ারা
চরফ্যাশনে আলোচিত ধর্ষণ মামলার আসামী জসিম গ্রেফতার
চরফ্যাশন লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়, যাত্রীদের ক্ষোভ
মনপুরার মেঘনায় যৌথ অভিযানে নিষিদ্ধ চাই ও মটকা জব্দ
ভোলা ও পাথরঘাটায় পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ ৩ মাদক কারবারি আটক
ভোলায় গাঁজাসহ দুই কারবারীকে আটক
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক



আর্কাইভ