এলাকাবাসীর দুর্ভোগ: লালমোহন পৌরসভায় পানি সংকট

প্রচ্ছদ » জেলা » এলাকাবাসীর দুর্ভোগ: লালমোহন পৌরসভায় পানি সংকট
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন পৌরসভার সরবরাহকৃত পানির সংকট তীব্র রূপ ধারণ করেছে। অধিকাংশ বাসা-বাড়িতে পানি পাচ্ছেন না নাগরিকরা। পৌরসভায় ৭টি ভূগর্ভস্থ পানির পা¤প থাকলেও তার মধ্যে অচল ৫টি। বাকি দুইটির অবস্থাও চরম নাজুক। ঠিকমতো পানি না পেলেও বিল পাচ্ছেন অনেক গ্রাহক। এতে ক্ষোভে ফুঁসছেন নাগরিকরা। পৌরসভাটি প্রথম শ্রেণির হলেও এখনো প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন না নাগরিকরা।

লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শিবলু জানান, এক মাসের মতো পৌরসভার পানি ঠিকমতো পাওয়া যাচ্ছে না। তবে পানির বিল ঠিকমতো পাচ্ছি। বিষয়টি পৌরসভায় বার বার জানানোর পরেও কোনো উদ্যোগ নেয়া হয়নি। এতে করে পানির জন্য ব্যাপক দুর্ভোগে পড়ছি।

পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মাস্টার কটেজের বাসিন্দা সোয়েব মেজবাহ উদ্দিন বলেন, গত এক মাস ধরে বাসায় পৌরসভার পানি পাচ্ছি না। কয়েকবার বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান পাইনি। পৌরসভার পানি না পেয়ে এখন বাসায় পুকুরের পানি ব্যবহার করতে হচ্ছে। সংশ্লিষ্টদের কাছে দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধানের দাবি জানাচ্ছি।

জানা গেছে, লালমোহন পৌরসভায় ৭টি ভূগর্ভস্থ পানির পা¤প রয়েছে। এগুলোর ৫টিই বিকল, দুইটি কোনো রকমে চলছে। প্রায় ২০ থেকে ২৫ বছর আগে স্থাপন করা হয় এসব পা¤প। এর একটিও পৌরসভার অর্থায়নে বসানো হয়নি। ৫টি জনস্বাস্থ্য অধিদফতর থেকে বসানো হয়েছে, আর দুইটি দাতা সংস্থা বিএমডিএফের অর্থায়নে ২০০৭-২০০৮ অর্থবছরে বসানো হয়েছে নাগরিকদের সুপেয় পানি সুবিধা নিশ্চিতের লক্ষ্যে। বর্তমানে পৌরসভায় পানির গ্রাহক রয়েছেন অন্তত চারশ।

লালমোহন পৌরসভার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ওয়াটার সুপার মো. কামাল হোসেন বলেন, আমাদের বেশ কয়েকটি পানির পা¤প নষ্ট হয়ে গেছে। বর্তমানে দুইটি পা¤প দিয়ে গ্রাহকদের পানি সরবরাহ করতে হচ্ছে। এ জন্য কিছু কিছু এলাকার গ্রাহকরা ঠিকমতো পানি পাচ্ছেন না। আমরা এই সমস্যা সমাধানের জন্য কাজ করছি।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক মো. শাহ আজিজ বলেন, নষ্ট পা¤পগুলোর মধ্যে কয়েকটি মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি আগামী কয়েকদিনের ভেতর অন্তত চারটি পানির পা¤প মেরামত করা সম্ভব হবে। এরপর গ্রাহকদের পানির এ সংকট আর থাকবে না। এছাড়া এই সমস্যা সমাধানের জন্য কেউ কেউ বলছেন ওয়াটার ট্রিটমেন্ট প্লানের কথা। এটি অনেক বড় প্রকল্প। যা এখানে সম্ভব নাও হতে পারে। তবে মন্ত্রণালয় থেকে প্রকৌশলী টিম এসে পরিদর্শন করবেন। এরপর নিরবচ্ছিন্ন পানি সরবরাহের জন্য কী পদক্ষেপ নিতে হবে তারা তা জানাবেন।

বাংলাদেশ সময়: ১৩:৪৬:৫৬   ১৩৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় ভয়াল ১২ নভেম্বর স্মরণে আলোচনা সভা ও দোয়া মুনাজাত
গণসংবর্ধনায় সিক্ত ভোলা-২ আসনের বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম
দৌলতখানে চরের জমি প্রকৃত মালিকদের ফেরত দেয়ার দাবীতে মানববন্ধন
ভয়াল ১২ই নভেম্বর স্মরণে ভোলায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত
আজ ভয়াল ১২ নভেম্বর
জেলের জালে ইলিশের বদলে পাঙ্গাশের প্রভাব
৫ দাবিতে ভোলা থেকে ঢাকা অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ
১২ নভেম্বর ‘উপকূল দিবস’ চাই
ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ
দুই লাখ টন ইলিশ আহরণে মেঘনা তেঁতুলিয়া নদীতে জেলেরা



আর্কাইভ