
মো. আওলাদ হোসেন, দৌলতখান ॥
ভোলার দৌলতখানে আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বীকরণ সৃষ্টির লক্ষ্যে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা হতদরিদ্র পরিবারের মাঝে এ ছাগল বিতরণ করেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের দুঃস্থদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ ছাগল বিতরণ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

এতে উপজেলা আমির হাসান তারেক হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি ফজলুল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আশরাফ উদ্দিন ফারুক, উপজেলা বাইতুল মাল সম্পাদক ওলিউল্লাহ ফয়েজ, দক্ষিণ জয়নগর ইউনিয়ন আমির আব্দুর রহমান মামুনসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফজলুল করিম বলেন, দুঃস্থদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইনশাআল্লাহ! উপকারভোগীরা ছাগল পালন করে ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।
বাংলাদেশ সময়: ০:৪২:৫৮ ৫৯৯ বার পঠিত