
আজকের ভোলা রিপোর্ট ॥
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) বিকাল ৩টায় ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারির সঞ্চালনায় ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মনসুর।
ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির পীর সাহেব চরমোনাই মনোনীত ভোলা সদর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় অ্যাসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা ওবায়দুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, প্রচার সম্পাদক এইচএম ইব্রাহিম আরিফ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক।
ছাত্র সমাবেশে সহযোগী সংগঠনের উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম পাটোয়ারী, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান চৌধুরী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদ।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সাবেক দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন ছিলেন, সাবেক সভাপতি মুফতি সাইফুল ইসলাম।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা ও থানা দায়িত্বশীল মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ বাহারী, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, দাওয়া সম্পাদক হোসাইন আহমেদ শাহিন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক সাকিব আহমদ জোবায়ের, অর্থকল্যাণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মদ জাবের হোসেনসহ জেলা ও থানা শাখার প্রমূখ নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ২০:০৯:২৩ ৩৬৮ বার পঠিত