
মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় নিজ বাড়ির গাছের সাথে গলায় ফাঁস দিয়ে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করে। এই আতœহত্যার ঘটনা নিয়ে চলছে এলাকায় গুঞ্জন। মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিউয়নের ২নং ওয়ার্ডে বাসিন্দা ইউসুফ রাঢ়ীর বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ময়নাতদন্ত ছাড়াই ওই শিক্ষার্থীর মরদেহ দাফন করা হয়।
এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করায় ওই শিক্ষার্থীর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির।
মৃত তানিয়া আক্তার সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ও উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ রাঢ়ীর মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার স্কুল ক্লাস করেন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন তানিয়া। পরে ঘুম থেকে ওঠে রাতর খাবার খান। রাতে তানিয়ার বাবা মাছ ধরতে নদীতে যান ও মা ছোট ভাইকে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে মেয়ের কোন সাড়া না পেয়ে খুঁজতে থাকেন মা। পরে বাড়ির পিছনে গিয়ে গাছের সাথে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তানিয়াকে দেখতে পান। পরে মনপুরা থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এদিকে তানিয়ার খাতায় প্রেম সংঘঠিত অনেক ধরণের লেখা পাওয়া যায়।
এদিকে মৃত তানিয়া আক্তারের বাবা ইউসুফ রাঢ়ী ও মা মেয়ের আতœহত্যার ঘটনার ব্যাপার নিয়ে কিছু বলতে রাজি হননি।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
তবে ওই শিক্ষার্থী কেন গাছের সাথে ফাঁস দিয়ে আতœহত্যা করেছে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ৩:২৭:৩৪ ৫৫৬ বার পঠিত