আরিফ পণ্ডিত, বোরহানউদ্দিন।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৩১ জন মেধাবৃত্তি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
৬ জুলাই সকালে বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এর হলরুমে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফেজ ইব্রাহিম।
এসময় বোরহানউদ্দিন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশারের সঞ্চালনায় ও সভাপতি এবিএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আলম কাজীসহ স্থানীয় শিক্ষকবৃন্দ।
বাংলাদেশ সময়: ২২:৫৪:৪৮ ৪৮ বার পঠিত