মনপুরায় সাপের কামড়ে যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছে সাপুড়িয়ার

প্রচ্ছদ » মনপুরা » মনপুরায় সাপের কামড়ে যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছে সাপুড়িয়ার
রবিবার, ৬ জুলাই ২০২৫



---মনপুরা প্রতিনিধি।।

যে সাপ নিয়ে দীর্ঘ ৫ বছর ধরে খেলাধুলা করেছিলেন শাকিল। অবশেষে সেই সাপের ছোবলেই যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছে তাঁর। টানা ৭ ঘন্টা জীবনের সঙ্গে যুদ্ধ করে বাঁচতে পারলেন না সাপুড়িয়া শাকিল।

শাকিলের বাড়ি ভোলার মনপুরা উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে।

পরিবার জানায়, দীর্ঘ প্রায় ৫ বছর ধরে শাকিল একটি গোখরা সাপ লালন-পালন করে আসছেন। প্রায়ই সাপটি নিয়ে তিনি বেড়িবাঁধ এলাকায় খেলা দেখাতেন।

শনিবার (৫ জুলাই) বিকেলেও সাপটি নিয়ে তালতলা বেড়িবাঁধ এলাকায় খেলা দেখাতে যান। একপর্যায়ে বেঈমান সাপ তাঁর বাম পায়ের রানে ছোবল মারে। পরে তিনি নিজেই তাঁর শরীর থেকে বিষ নামের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় লালু ওঝার কাছে নিয়ে গেলে ওঝা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়ি পাঠান। বাড়ি ফেরার পর তাঁর শরীরের অবস্থার অবনতি হলে তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টায় তাঁর মর্মান্তিক মৃত্যু হয়।

স্থানীয়রা বলছেন, আদর আর ভালোবাসা দিয়ে যে সাপ লালন-পালন করেছিলেন শাকিল, আজ সেই সাপের ছোবলেই যন্ত্রনাদায়ক মৃত্যু হয়েছে ২৬ বছরের টগবগে যুবক শাকিলের।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মেহেদী হাসান বলেন, ‘সাপের বিষাক্ত বিষ শাকিলের পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। যাঁর কারনে এন্টিভেনম পুশ করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৪:২০:০০   ৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় সাপের কামড়ে যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছে সাপুড়িয়ার
মনপুরায় জালের গোডাউনে এক ছাত্রকে বলাৎকার
মনপুরায় সাপের দংশনে বৃদ্ধের মৃত্যু
মনপুরার কলাতলী ইউনিয়নে কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির সন্মাননা অনুষ্ঠিত
মনপুরায় মেঘনায় নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজের ৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার
বিসিবি প্রেসিডেন্ট এর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মনপুরার সন্তান সাখাওয়াত
মনপুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার
মনপুরার মেঘনা থেকে ভাসমান অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার
বিএনপি রাজপথের দল, নির্বাচন দিতে বাধ্য করা হবে: নয়ন
মনপুরায় যৌথবাহিনীর অভিযানে গাঁজা-ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক



আর্কাইভ