শুক্রবার, ২৭ জুন ২০২৫

তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজন আটক, চারটি ড্রেজার জব্দ

প্রচ্ছদ » অপরাধ » তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজন আটক, চারটি ড্রেজার জব্দ
শনিবার, ৫ জুলাই ২০২৫



---স্টাফ রিপোর্টার।।

ভোলার তেতুলিয়া নদীর পাতাবুনিয়া চর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি অবৈধ ড্রেজারও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন সুজন ও ছোটন। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত।

---

জব্দকৃত ড্রেজারগুলো বর্তমানে ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের জিম্মায় রয়েছে।

জানা গেছে, ড্রেজারগুলোর মালিক হচ্ছেন শামিম মাতাব্বর, হারুন গাজী, ফারুক মোল্লা ও ইউসুফ ভূঁইয়া।

সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

অভিযান সফল হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:২৮:২৬   ১৪০ বার পঠিত