লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: হাসপাতাল যেন ময়লার ভাগাড়

প্রচ্ছদ » জেলা » লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: হাসপাতাল যেন ময়লার ভাগাড়
শুক্রবার, ৪ জুলাই ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এবং আশপাশে যত্রতত্র পড়ে রয়েছে ময়লা-আবর্জনা। এসব আবর্জনা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। ফলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। এমন চিত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে ময়লার বিভিন্ন স্তূপ পড়ে থাকতে দেখা গেছে। নতুন বিল্ডিংয়ের দ্বিতীয় তলার সিঁড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ময়লা-আবর্জনা। পর্যাপ্ত ডাস্টবিন না থাকাসহ সচেতনতার অভাবে সেখানে প্রতিনিয়ত খাবারের উচ্ছিষ্ট সিঁড়ির আশেপাশে ফেলছেন রোগীর স্বজনরা। ভবনের তৃতীয় তলার রোগীদের প্রত্যেক বেডের নিচে ময়লার পড়ে থাকতে দেখা গেছে। অনেক দিন পর্যন্ত পরিষ্কার না করার কারণে এখন দুর্গন্ধ ছড়াচ্ছে। এ দুর্গন্ধ সহ্য করে চিকিৎসা নিচ্ছেন রোগী।

রোগীর স্বজন মারুফ হোসেন বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান পরিবেশ চরম অস্বাস্থ্যকর। সবদিকেই শুধু ময়লা-আবর্জনার স্তূপ। দুর্গন্ধে এখানে থাকাই কষ্টকর হচ্ছে। এমন পরিস্থিতিতে রোগীরা চিকিৎসা নিতে এসে আরো অসুস্থ হয়ে পড়বেন।

মোসা. সাবিকুন নাহার ও বিবি ফাতেমা নামে আরো দুই রোগীর স্বজন জানান, বুধবার রাতে এখানে আমাদের রোগী ভর্তি হয়েছে। ওই রোগী নিয়ে বেডের পাশে এসেই দেখি ময়লা পড়ে আছে। সেই ময়লার দুর্গন্ধে আমরা অতিষ্ঠ। আমরা রোগীকে কি চিকিৎসা করাবো, এখন আমরা নিজেরাই দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়েছি। কর্তৃপক্ষকে দ্রুত এসব ময়লা-আবর্জনা অপসারণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করছি।

লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারজন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে তিনজনই অসুস্থ। তাই ময়লাগুলো সরানো যাচ্ছে না। তবে আশা করছি শিগগিরই এর সমাধান করা হবে।

বাংলাদেশ সময়: ২২:২১:০৪   ৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজন আটক, চারটি ড্রেজার জব্দ
ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল-পলিথিন-সিগারেট জব্দ
সাকিবের এমপি হওয়া ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি হবে: আমিনুল হক
মাছ ধরা নৌকাগুলোকে গভীর সাগরে যেতে মানা
মেঘনা-তেঁতুলিয়ায় ভরা মৌসুমেও কাংখিত ইলিশের দেখা নেই
তজুমদ্দিনে নেত্রীকে বিবস্ত্র করে নির্যাতন, বিএনপি নেতা বহিষ্কার
গণধর্ষণ, চাঁদাবাজি, দখলদারি ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ ও গণমিছিল
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: হাসপাতাল যেন ময়লার ভাগাড়
দৈনিক আজকের ভোলার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ভোলায় বিএনপির রক্তদান কর্মসূচী পালন



আর্কাইভ