তজুমদ্দিনে সাড়ে ৫ কিলোমিটার সড়ক নির্মাণে দুর্ভোগ কমলো

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে সাড়ে ৫ কিলোমিটার সড়ক নির্মাণে দুর্ভোগ কমলো
শুক্রবার, ৪ জুলাই ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

জেলার তজুমদ্দিন উপজেলার সম্ভূপুর ইউনিয়নের একটি বেহাল সড়কের নির্মাণ কাজে অর্ধলাখ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগে অবসান ঘটলো।

স্থানীয় মুচিবাড়ী মোড় থেকে খাসের হাট পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ছিল ওই জনপদের মানুষের দুর্ভোগের একমাত্র কারণ। ইউনিয়নের প্রধান এই সড়কটি গত দুই বছর ধরে খানাখন্দ ও ভাঙাচুরা থাকায় এলাকার মানুষ চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হতো।

উপজেলার আঞ্চলিক মহাসড়ক থেকে ইউনিয়নের শেষপ্রান্ত পর্যন্ত এই সড়কটিতে সাধারণ মানুষের চলাচলতো দূরের কথা রিকশা, গাড়ি এমনকি অসুস্থ রোগী বহনকারী অ্যাম্বুলেন্স পর্যন্ত চলতে পারতো না। একমাত্র সড়ক দিয়ে স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের বিদ্যালয়ে যেতেও ব্যাপক দুর্ভোগের শিকার হতো।

অবশেষে জুলাই বিপ্লবের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি) উক্ত সড়কটি নির্মাণের কাজ হাতে নেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান,প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ১৮ ফুট প্রশস্ত এ সড়কটির পুরোপুরি কাজ এ বছরের চলতি জুলাই মাসের শেষ নাগাদ সমাপ্ত করা হবে। রাস্তা নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত তজুমদ্দিন এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. আল-আমিন গণমাধ্যমকে জানান, টেকসই সড়ক নির্মাণে তারা গুণগত মান যাচাই-বাছাই করেই কাজটি করছেন।

এদিকে দীর্ঘ বছর পর ওই সড়কটি নির্মাণে এলাকাবাসী খুবই খুশী। সরেজমিন তথ্যানুসন্ধানে গেলে ওই এলাকার বাসিন্দা নুরে আলম ও আবুল খায়ের মিয়ার সঙ্গে কথা হয়।

তারা বলেন, বিগত স্বৈরশাসকের আমলে এই রাস্তাটি আদৌ নির্মাণ হবে কিনা আমরা এমন দ্বিধায় ছিলাম। কিন্তু বর্তমান অস্থায়ী সরকার আমাদের সেই কষ্ট ও সন্দেহ দূর করে দিয়েছেন। আমরা এ জন্য আনন্দিত। আমাদের দুর্দশা লাঘবের পদক্ষেপ নেয়ায় আমরা এ সরকারকে দোয়া করছি।

রাস্তা নির্মাণ হওয়ায় সম্ভূপুরের রিকশাচালক আব্দুর রহমান, কাভার্ড ভ্যানচালক হোসেন মিয়ার চোখে-মুখেও আনন্দ আর তৃপ্তির আভাস। তারা বলেন, এই বেহাল রাস্তা অতীতে আমাদের বহু যানবাহন শেষ করে দিয়েছে। আহত করেছে অসংখ্য মানুষকে। এটি নির্মাণ হওয়ায় এখন আমরা আগের সব দুঃখ-কষ্ট মুছে ফেলেছি। এখানকার শ্রেণিপেশার মানুষ তাদের বহুদিনের দুঃখ বলে খ্যাত প্রধান এই সড়কটি নির্মাণ করায় বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২২:১৬:২৭   ৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে নেত্রীকে বিবস্ত্র করে নির্যাতন, বিএনপি নেতা বহিষ্কার
তজুমদ্দিনে সাড়ে ৫ কিলোমিটার সড়ক নির্মাণে দুর্ভোগ কমলো
তজুমদ্দিনে গৃহবধূ ধর্ষণ ছাত্রদল-শ্রমিক দলের তিন নেতা বহিষ্কার, গ্রেপ্তার-১, মির্জা ফখরুলের নিন্দা
তজুমদ্দিনে চাঁদার দাবিতে স্বামীকে নির্যাতন ও স্ত্রীকে গণধর্ষণ মামলা দায়ের, আটক-১
চাঁদার টাকা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
তজুমদ্দিনে বিনামূল্যে নারিকেলের চারা পেলো কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠান
তজুমদ্দিনে ঈদুল আযহার ছুটিতে ক্লিনিকি খোলা ৫টি নরমাল ডেলিভারী করায় স্বাস্থ্যকর্মীরা
বাকপ্রতিবন্ধী কিশোরী ও এক সন্তানের জননী ধর্ষণের শিকার, গ্রেপ্তার-৩
তজুমদ্দিনে জমিজমা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৪
ভোলায় শহীদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে তজুমদ্দিন চ্যাম্পিয়ান



আর্কাইভ